ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালসের তত্ত্বাবধানেই শুরু হবে ক্যাম্প

প্রকাশিত: ০৫:৩৪, ৫ মে ২০১৮

ওয়ালসের তত্ত্বাবধানেই শুরু হবে ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি। চন্দিকা হাতুরাসিংহে চলে যাওয়ার ছয় মাসেও এ বিষয়ে কোন সুরাহা মিলেনি। এর মধ্যেই এসে পড়েছে ব্যস্ত সূচী। তাই আর কোন উপায় না পেয়ে আবার বাংলাদেশ বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের শরণাপন্নই হচ্ছে বিসিবি। ১৩ মে যে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে। তা তত্ত্বাবধান করবেন ওয়ালশ। তার তত্ত্বাবধানেই শুরু হবে ক্যাম্প। আর স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। যদি কোন কোচ না মিলে ওয়ালশই থাকছেন ভারপ্রাপ্ত প্রধান কোচ। শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুই যেমন বলেছেন, ‘কোর্টনি ওয়ালশ যেহেতু লাস্ট সিরিজে কোচ ছিলেন। তার গাইডলাইন অনুযায়ী ১৩ তারিখে ক্যাম্প শুরু হবে।’ সর্বশেষ নিদাহাস ট্রফিতে ওয়ালশই ছিলেন ভারপ্রাপ্ত প্রধান কোচ। ক্যাম্পে প্রাথমিকভাবে ৩০ ক্রিকেটারকে রাখা হবে। আজ প্রাথমিক দলে কারা থাকছেন, সেই তালিকা বিসিবিতে জমাও দেবে নির্বাচক কমিটি। নান্নু বললেন, ‘কাল (আজ) আমরা দল জমা দিচ্ছি। ৩০ সদস্যের প্রাথমিক দল হবে। কিছু খেলোয়াড়কে ‘এ’ দলে রাখব। ওদের এইচপির সঙ্গে এ্যাটাচ করছি। এইচপি দলটা হবে ২২ জনের। ৬-৮ জনকে ‘এ’ দলে দেব। জাতীয় দলের ৩০ জনের দল হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য।’ সামনে জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি২০ সিরিজ রয়েছে। এরপরই ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। প্রাথমিক দল নিয়েই আপাতত কাজ করা হবে। শুরুতে কন্ডিশনিং ক্যাম্প হবে। যেখানে ফিটনেস ঠিক রাখার চেষ্টাই করা হবে। নান্নু জানান, ‘প্রাথমিক দলটা নিয়ে আপাতত আমরা কাজ করব। আফগানিস্তান সিরিজের পর লম্বা সফর আছে। ওয়েস্ট ইন্ডিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ আছে। খুব চ্যালেঞ্জিং সিরিজ। জাতীয় দলের সঙ্গে সঙ্গে ‘এ’ দলের সিরিজ আছে। আমরা একটা সমন্বয় তৈরি করছি। যারা ১-২ বছরের মধ্যে জাতীয় দলে আসবে বা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে।’ নাসির হোসেনের লিগামেন্ট ছিড়ে গেছে। অস্ত্রোপচারের কোন দিন তারিখ ঠিক নয়। নাসির যে এ প্রাথমিক দলে থাকবেন না তা নিশ্চিতই। নান্নু বলেন, ‘নাসিরের ব্যাপারটা একটু কঠিন। ওকে ফিরতে ৬ মাসের বেশি বা কম সময় লাগতে পারে। ওকে রাখা হচ্ছে না।’ সঙ্গে তাসকিনের ভাগ্যও ঝুলে যেতে পারে। নান্নুই ইঙ্গিত দিলেন, ‘তাসকিনের ব্যাপারটা আজকের (শুক্রবার) মধ্যে পাওয়ার কথা। ওর ব্যাপারটা পরিষ্কার হলে আমরা সিদ্ধান্ত নেব।’ মিরাজও পুরোপুরি সুস্থ নন। নান্নু বলেন, ‘ডাক্তার বলেছেন, মিরাজ ভাল অবস্থানে আছে। অস্ত্রোপচার নাও লাগতে পারে। এখনই পরিষ্কার বলতে পারছি না। সময় আছে।’ স্থায়ী প্রধান কোচ ছাড়াই জাতীয় দল চলছে। অভিভাবকহীনই যেন! নান্নু মনে করেন, প্রাথমিক দল গঠনে প্রধান কোচের এতটা দরকার হয় না, ‘আমরা এরই মধ্যে অধিনায়কের সঙ্গে আলাপ সেরে নিয়েছি এগুলো নিয়ে। কোচের সঙ্গে প্ল্যান থাকে সিরিজের আগে। কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় ফিজিও মারিও’র (ভিল্লাভারায়েন) অধীনে। মারিও এটা পরিচালনা করবে। আমাদের কাজ ৩০ জনের পুল দেয়া। কোন সফরের আগে যখন নির্বাচন প্রক্রিয়ায় আমরা যাই তখন প্রধান কোচের দরকার হয় না।’ ঘরোয়া ক্রিকেটে যারা ভাল করেছে, বিশেষ করে তুষার ইমরান; তাকে কী জাতীয় দলে দেখা যাবে? নান্নু কড়া জবাবই দিয়েছেন, এটা আপনাদের মনে রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটে ভাল করা মানে এই নয় যে আন্তর্জাতিক ক্রিকেটেও ভাল করবে। আন্তর্জাতিক পর্যায়ে তার সামর্থ্যও বুঝতে হবে। সব দেশেই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা খেলোয়াড় থাকে।
×