ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার জন্য চক্রান্ত করছে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৫:২৬, ৫ মে ২০১৮

ভিন্নপথে ক্ষমতায়  যাওয়ার জন্য  চক্রান্ত করছে বিএনপি  ॥  কাদের

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নানা ধরনের চক্রান্ত করছে। কোন বড় ধরনের ঘটনা ঘটানোর জন্যও তারা পাঁয়তারা করছে। কিন্তু জনগণ কোনভাবেই তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। মানুষ পুড়িয়ে ও আগুন সন্ত্রাস করে ক্ষমতার দখলের চেষ্টা করা হলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে। কেন্দ্রীয় খেলাঘর আসরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বজলুর রহমান ভাইয়া পদকে ভূষিত হয়েছেন বিশিষ্ট লোকগবেষক শামসুজ্জামান খান, খেলাঘর সংগঠক কামাল চৌধুরী এবং নুরুর রহমান সেলিম। প্রধান অতিথি হিসেবে তাদের হাতে পদক তুলে দেন ওবায়দুল কাদের। সংগঠনের সভাপতি অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সেতৃুমন্ত্রী বলেন, যে আকাশে মেঘ নেই সে আকাশ তো আকাশ না। আকাশে অন্ধকার থাকবে ঠিকই কিন্তু চেতনার আলো দিয়ে সেই অন্ধকার ভেদ করে আলোর পথের সন্ধান করতে হবে। পাহাড়ের অস্থিরতা, নৈরাজ্য, সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য খেলাঘরের চেতনায় এগিয়ে আসতে হবে। যারা খেলাঘরের চেতনায় বিশ্বাস করে না তারাই সকল ধরনের চক্রান্ত ও সন্ত্রাসের আশ্রয় নিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা করছে। ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ওই নির্বাচন সম্পূর্ণ বৈধ। এ মাসেই বাংলাদেশে আইপিইউ সম্মেলন হতে যাচ্ছে। এছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের (সিপিএ) প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমীন চৌধুরী। ৫ জানুয়ারির নির্বাচন যদি অবৈধ হতো তাহলে আমরা বিশ্ব থেকে এসব স্বীকৃতি পেতাম না। বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে, মেট্টোরেল পথও নির্মাণ হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অনেকদূর এগিয়ে গেছে এবং আরও এগিয়ে যাবে। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাতে নির্বাচনের ট্রেন থেমে থাকবে না, নির্বাচনের ট্রেন সময়মতোই স্টেশন ত্যাগ করবে। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে খেলাঘরের শিশু-কিশোররা বাঙালীর ঐতিহ্যমন্ডিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে।
×