ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আরও কর্মসূচী পালন করবে বিএনপি

প্রকাশিত: ০৫:০৮, ৫ মে ২০১৮

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আরও  কর্মসূচী পালন  করবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যৌথসভায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার জোরদার করা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যৌথসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি এবং সভায় পর্যালোচনা করছি। আগামীতে করণীয় কী আছে, সেই বিষয়ে নেতারা তাদের মতামত দিয়েছেন। সভায় গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কারাবন্দী খালেদা জিয়ার অসুস্থতা ও তার মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। আগামীতে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে কথা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, মোঃ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমান উল্লাহ আমান, ড. সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার হায়দার আলী, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভুঁইয়া, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফাইয়াজ শুভ প্রমুখ।
×