ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় মাদক বিক্রেতাদের সঙ্গে গুলি বিনিময়ে ৩ পুলিশ আহত

প্রকাশিত: ০৪:৫২, ৫ মে ২০১৮

কুমিল্লায় মাদক  বিক্রেতাদের সঙ্গে গুলি বিনিময়ে ৩ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ মে ॥ কুমিল্লায় পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় দুই কর্মকর্তা ও এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারা বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের বড় একটি চালান যাচ্ছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার বিকেলে বৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ফেনসিডিলসহ একজনকে আটক করলে চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ শুরু করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। জেলা ডিবি’র ওসি নাসির উদ্দিন মৃধা জানান, মাদক বিক্রেতাদের হামলায় ডিবি পুলিশের এসআই ইসহাক মিয়া, এএসআই ফয়েজুর রহমান, কনস্টেবল মিল্লাত আহত হন। খবর পেয়ে জেলা, ডিবি, কোতোয়ালি ও সদর দক্ষিণ মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
×