ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবু বাজারে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৯, ৫ মে ২০১৮

বাবু বাজারে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- ইমরানুল ও সাইদুল। জব্দকৃত ইয়াবাগুলো আনুমানিক মূল্য তিন কোটি টাকা। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান সার্কেল ইন্সপেক্টর জানান, বিকেল ৩টার দিকে বাবুবাজার ব্রিজ সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ‘সি’ ব্লকের ১৭/১৮ নম্বর বাড়ি থেকে ওই ইয়াবাগুলোসহ দু’জনকে আটক করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবু বাজার ব্রিজের ঢালে অভিযান চালানো হয়। এ সময় একটি গাড়িতে দুজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের ওই বাসায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে তারা টেকনাফ থেকে ইয়াবার চালান রাজধানীর বিভিন্নস্থানে বিক্রি করত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ঢাকা মেট্রো) সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম জানান, গোপন সংবাদরে ভিত্তিতে শুক্রবার বিকেল ৩টার দিকে ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বাড়িতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
×