ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী ও পথচারীকেও সচেতন হতে হবে ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৪:৪৯, ৫ মে ২০১৮

সড়ক দুর্ঘটনা রোধে  যাত্রী ও পথচারীকেও  সচেতন হতে হবে ॥ শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ মে ॥ সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালকদের সচেতন হলে চলবে না, চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার দুপুরে মাদারীপুর শিল্পকলা একাডেমিতে জেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, কোন দুর্ঘটনা ঘটলে কেবলমাত্র চালকদের দোষী বলা ঠিক নয়। দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদেরও খামখেয়ালিপনা থাকে। কেউ কেউ রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলেন, আবার কেউ কেউ জানালার বাইরে হাত রেখে গাড়িতে যাতায়াত করেন। এ কারণেই অনেক দুর্ঘটনা ঘটে, এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ দেশ পাকিস্তানী প্রেতাত্মাদের খপ্পড়ে পড়েছিল উল্লেখ করে শাজাহান খান বলেন, দেশে বিএনপি-জামায়াত পাকিস্তানীদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩ বছর ৭ মাস ক্ষমতায় থাকার পর তাকে হত্যা করা হয়। অথচ, সেই হত্যাকারীদের নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। এই পাকিস্তানী প্রেতাত্মাদের নিয়ে যারা দল করেছিল সকলের উচিত তাদের প্রত্যাখ্যান করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ছগির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। জেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বজুলর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম সম্মেলনে আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেনকে সভাপতি ও কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়া জমাদারকে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
×