ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেললাইনে গড়ে ওঠা অবৈধ বাজারে দুর্ঘটনা বাড়ছে

প্রকাশিত: ০৪:৪১, ৫ মে ২০১৮

 রেললাইনে গড়ে ওঠা অবৈধ বাজারে দুর্ঘটনা বাড়ছে

রেললাইন দখল করে একের পর এক গড়ে উঠছে অস্থায়ী সব বাজার। এসব বাজারে অবাধ চলাফেরা আর ক্রেতা-বিক্রেতার সমাগমের ফলে হর হামেশায় দুর্ঘটনা। লাইনের ওপর অবাধ চলাফেরার কারণে প্রতি বছর মারা যাচ্ছে অন্তত ৪০০ মানুষ। অবৈধ এসব বাজার উচ্ছেদে মাঝে মধ্যে অভিযান পরিচালনা হলেও পরিস্থিতির বদল হচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, ঈদের আগে রেললাইনের ওপর গড়ে ওঠা এসব বাজার উচ্ছেদ করা না হলে বাড়তে পারে দুর্ঘটনা। কার্যকরী উদ্যোগ নেয়ার আশ্বাস রেলমন্ত্রীর। রাজধানীর কাওরান বাজার। ক্রেতা আর বিক্রেতার হাক ডাকে মুখর এই মাছের বাজার, রেললাইনের ওপর। লাইনের ওপরই সাজানো সারি সারি মাছের হাড়ি। ক্রেতা-বিক্রেতা সবাই দাঁড়িয়ে লাইনের ওপর। চার লেনের এই রেল পথের দু’ধারই মুখর থাকে প্রতিদিন। ট্রেন আসলেই শুরু হয় দৌড় ঝাঁপ, এ দিক সেদিক ছুটাছুটি। ফলে মাঝে-মধ্যেই ঘটছে প্রাণহানির মতো ঘটনা। একই রকম চিত্র জুরাইনেও। সরু রেললাইনের দু পাশেই গড়ে উঠেছে সবজি বাজার। লাইনের ওপরই বসেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট থাকে এই বাজার। রেলওয়ে পুলিশ বলছে, কমলাপুর থানা এলাকায় এমন বাজার আছে প্রায় অর্ধশত যার মধ্যে ঝুঁকিপূর্ণ অন্তত পনেরোটি। -স্টাফ রিপোর্টার
×