ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কূপের পানি সরবরাহ করতে পারেনি ঢাকা ওয়াসা

প্রকাশিত: ০৪:৪০, ৫ মে ২০১৮

	 রাজধানীতে কূপের পানি সরবরাহ করতে পারেনি ঢাকা ওয়াসা

স্টাফ রিপোর্টার ॥ প্রতিশ্রুতির একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও রাজধানীতে কূপের পানি সরবরাহ করতে পারেনি ঢাকা ওয়াসা। সাভারের ভাকুর্তার প্রাকৃতিক জলাধার থেকে পানি এনে মিরপুরে সরবরাহের কথা ছিল। এ আশ্বাসের কারণে, স্থানীয়রা এবার পাম্প বসানোর উদ্যোগ নেননি। চলমান পানি সঙ্কট ও কূপের পানি না পাওয়ায় আসন্ন রমজানে পানি নিয়ে আতঙ্কে রয়েছেন ঢাকা উত্তরের বেশিরভাগ এলাকার মানুষ। ওয়াসার দাবি, পাইপ বসাতে জটিলতার কারণে জুন মাস পর্যন্ত পিছিয়েছে ভূগর্ভস্থ কূপের পানি সরবরাহ। রাজধানীর অন্যান্য এলাকার মতো মিরপুরের বিভিন্ন জায়গায় পানি সঙ্কট থাকে প্রায়ই। এলাকাবাসীর দাবি, কয়েক বছর যাবতই শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। এ সঙ্কট মোকাবেলায় সাভারের ভাকুর্তা থেকে পানি সরবরাহের আশ্বাস দিয়েছিল ওয়াসা। হিমালয় থেকে বয়ে আসা পানির ধারায় তৈরি হওয়া কূপ থেকে পানি তোলার প্রকল্পটির কাজ শুরু হয় ২০০৯ সালে। শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে। কিন্তু এপ্রিল মাস পেরিয়ে গেলেও সম্ভব হয়নি নতুন উৎস থেকে পানি সরবরাহ। ওয়াসা জানায়, বাংলাদেশ ও কোরিয়া সরকারের যৌথ অর্থায়নে ৫৭৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে ৪২ কিলোমিটারের মধ্যে তুরাগ নদের তলদেশ দিয়ে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়নি এখনও।
×