ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:২৬, ৫ মে ২০১৮

সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ নিহত সাত

রাজশাহী রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নগরের কাশিয়াডাঙ্গা ও পুঠিয়া উপজেলার বানেশ্বরে শুক্রবার এ দুইটি দুর্ঘটনা ঘটে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় আবুল কালাম নামের সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হন। তিনি নগরের দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। নিহতের বাড়ি পবা উপজেলার পশ্চিম বালিয়া গ্রামে। এ দিকে পুঠিয়ার শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাক ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনে বসা আম গাছের চারা ব্যবসায়ী নাসির উদ্দিন নিহত হন। সীতাকুন্ড সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ মহিউদ্দিন ভুঁইয়া (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার বাড়বকুন্ড শুকলালহাট প্রগতি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার বারৈয়াঢালা মহালংঙ্গা এলাকার মৃত নাদেরুজ্জামানের পুত্র ও বড় দারোগার পলি মেডিক্যাল হল স্বত্বাধিকারী ও ব্যবসায়ী বাজার কমিটির সভাপতি। জানা যায়, শুক্রবার সকালে নিজ বাড়ি বড় দারোগারহাট থেকে মোটরসাইকেলযোগে বাড়বকু- শুকলালহাট এলাকায় এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে আসে। দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হয়ে ফের শুকলালহাট ইউটার্ন দিয়ে চট্টগ্রামমুখী লেনে প্রবেশ করতে দ্রুত গতির কন্টেনার লরি ধাক্কা দিয়ে মোটরসাইকেল ও আরেহীকে কয়েক গজ সামনে নিয়ে ফেলে। বরিশাল নগরীর গড়িয়ারপাড়ের রেইট্রিতলা নামকস্থানে ও জেলার মেহেন্দীগঞ্জের চরহোগলা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের রেইট্রিতলা নামকস্থানে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রাসেল মল্লিক (১৯) নিহত হয়েছেন। এ সময় বাসটি খাদে পড়ে পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে মেহেন্দীগঞ্জ পৌর এলাকার চরহোগলা মহল্লায় মোটরসাইকেলের ধাক্কায় নান্টু খান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ভালুকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে শুক্রবার দুপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫ জন আহত হয়েছে । জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার কাঁঠালীগ্রামে ধানের আঁটি বোঝাই পিকআপের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুলাল শেখ (৫৫), নুরুল ইসলাম (৪০), নায়েব আলী (৫০), শফিক (৩৫), আফতাব (৪৫) ও জুয়েল (৪০) গুরুতর আহত হয় । আশঙ্কাজনক অবস্থায় আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উপজেলার কাঁঠালী গ্রামের মৃত হামেদ আলী শেখের পুত্র দুলাল শেখ মারা যান। জয়পুরহাট অটোভ্যান-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন আবস্থায় জয়পুরহাট হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে পুরানাপৈল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের মৃত ছফের উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদ শহরে কাজ শেষ করে বাইসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেট এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
×