ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ০৪:২৩, ৫ মে ২০১৮

কেরানীগঞ্জে ছেলের  হাতে মা খুন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ মে ॥ কেরানীগঞ্জে জিনজিরা মডেল টাউনে ছেলের ছুরিকাঘাতে মা খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক ছেলে তাজুল ইসলাম শাওন (২৮) কে পুলিশ আটক করেছে। নিহতের নাম হাজী শাহেদা বেগম (৫৫)। বৃহস্পতিবার গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা মডেল টাউনের ইব্রাহিম ভবনের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের স্বামীর নাম হাজী মোঃ ফজলুল হক। তাদের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ থানার সোহাগদল গ্রামে। নিহতের ছেলে মোঃ জাকির হোসেন জানান, তার ছোট ভাই তাজুল ইসলাম শাওন একজন মানসিক রোগী। তার মানসিক সমস্যা কয়েকদিন যাবত বেড়ে যায়। মায়ের ঝাঁড়ফুকে তাজুল ইসলাম শাওন অনেকটা সুস্থ হয়ে যায়। তাই মাকে দেশের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার ভাই স্থানীয় একটি কবরস্থানে বিবস্ত্র অবস্থায় শুয়ে থাকলে তাকে সেখান থেকে লোকজনের মাধ্যমে ধরে এনে এক হুজুরের মাধ্যমে ঝাঁড়ফুক করে কিছুটা সুস্থ করে তোলা হয়। পরে রাতে জিনজিরা মডেল টাউনের ১নং রোডে ৩নং বাড়ি ইব্রাহিম ভবনের ৪র্থ তলায় তার ভাড়া ফ্ল্যাটের একটি রুমে নিহত মা শাহেদা বেগম ও ভাই ঘাতক তাজুল ইসলাম শাওন ঘুমায়। গভীর রাতে হঠাৎ তার মায়ের চিৎকারে রুমের দরজা খুলতে না পেরে ঘটনাটি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার মায়ের রক্তাক্ত নিথর দেহ খাটের ওপর পড়ে আছে এবং পাশেই ঘাতক শাওন বসে আছে। এ সময় পুলিশ ঘাতক শাওনকে আটক করে। আমতলীতে মাদ্রাসা ছাত্র নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামের বাবরা বাড়ির খাল থেকে শুক্রবার রাশিদুল (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাশিদুল রহমগঞ্জ হামেদিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মোঃ জাফর সিকদার। আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, নিহত শিশু রাশিদুলের ঘাড় ভাঙ্গা, বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, বাবরার খালে তার মাথাসহ শরীরের উপরের অর্ধাংশ কাদার মধ্যে পোঁতা ছিল। রাজশাহীতে তরুণীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, নগরীতে আশা খাতুন (১৬) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আশা ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
×