ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সেই চাঁদাবাজ আটক

প্রকাশিত: ০৪:১৯, ৫ মে ২০১৮

ঝালকাঠিতে সেই চাঁদাবাজ  আটক

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৪ মে ॥ মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির ব্যবস্থাপকের কাছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নাম ভাঙ্গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি মামলার প্রধান আসামি ইয়াসিন ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার ১১ দিন পর ইয়াসিন গ্রেফতার হলো। পুলিশ জানায়, পূর্বচাঁদকাঠি এলাকার আবদুস ছত্তার হাওলাদারের বাসভবনের একটি কক্ষে লুকিয়ে ছিল ইয়াসিন। কক্ষের দরজার বাইরে তালাবদ্ধ করে ভেতরে থাকতো সে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় যায়। কক্ষের তালা ভেঙে ভেতরে গিয়ে ইয়াসিনকে খুঁজতে থাকে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াসিন রান্না ঘরের এক কোনে লুকিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরে তাকে দেখতে পায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত ইয়াসিন ভুঁঁইয়া শহরের ডাক্তারপট্টি এলাকার আবদুর রশিদ ভুঁইয়ার ছেলে।
×