ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইটভাঁটির ধোঁয়ায় পুড়ে গেছে এক শ’ বিঘা জমির ধান

প্রকাশিত: ০৪:১৯, ৫ মে ২০১৮

ইটভাঁটির ধোঁয়ায় পুড়ে গেছে এক শ’ বিঘা জমির ধান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দরে ইটভাঁটি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় ভাঁটির আশপাশের প্রায় একশ বিঘা জমির ইরি বোরো ধান এবং ভুট্টাক্ষেত পুড়ে বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ-কোটি টাকা। চিরিরবন্দর উপজেলার কিসমত নশরতপুর মৌজার ৯নং ওয়ার্ড ঘন্টাঘর বাজারের পশ্চিমে অবস্থিত এমএসবি নামক ইটভাঁটির আশপাশের জমিগুলোর ধান বিনষ্ট হয়ে যাচ্ছে। সরেজমিনে জানা যায়, দক্ষিণ নশরতপুর হরিসভা গ্রামের ক্ষতিগ্রস্ত কেশব, কার্তিক, মিঠুন, নারায়ণ, বাদল, সুভর, জীতেন, দীপক, প্রভাষ, পোয়াতু, সন্তোষ, কার্ত্তিক চৌকিদার, কৃষ্ণ, মিনতী, নিমাই, বাবু, অমূল্য, ধীরেন, সুনিদ, অনিল, ডলি, অঞ্জলিসহ অনেকের সঙ্গে কথা হলে তারা জানায়, ধান এবং ভুট্টাক্ষেত পুড়ে গিয়ে বিনষ্ট হওয়ার বিষয়টি বুঝতে পারলে আমরা ভাঁটি মালিক মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। এ বিষয়ে নশরতপুর ইউপি সদস্য মোখলেছুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বারবার ভাঁটির বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ার কারণে সাধারণ কৃষকের ফসল বিনষ্ট হচ্ছে। ভাঁটি বন্ধ হওয়া দরকার। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি কামনা করছি। ভাঁটি মালিক মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বৃষ্টির কারণে ভাঁটির লোড ভেঙ্গে ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ সবাই কে দেয়া হবে, তবে যার যে রকম ক্ষতি হয়েছে, তাকে সে রকম ক্ষতিপূরণ দেয়া হবে। চিরিরবন্দর পরিবেশ রক্ষা কমিটির সভাপতি শফিকুল ইসলাম (শফি) জানান, উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটা-অঙ্কের টাকার বিনিময়ে প্রতিবছর একের পর এক ভাঁটির ছাড়পত্র প্রদান করছে। ইটভাঁটিটি স্থাপনে সরকারী কোন নিয়মনীতি মানা হয়নি। ৩ ফসলি জমি ও জনবসতি সংলগ্ন এলাকায় ভাঁটিটি স্থাপন করা হয়েছে। এটা বন্ধ করা দরকার। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, কৃষকের কত পরিমাণ ক্ষতি হয়েছে তা ভাঁটিমালিক ক্ষতিপূরণ না দিলে, উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদন করলে তা উপজেলা কমিটি সরেজমিন তদন্তপূর্বক কৃষকদের ক্ষতিপূরণ দেবে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী ভূমি কমিশনার মোঃ মেজবাউল করিমের সঙ্গে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, উপজেলা কমিটি কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেবে। ক্ষতিগ্রস্তরা ফসলের ক্ষতিপূরণসহ ভাঁটি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
×