ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতারবাড়িতে গড়ে ওঠা শিল্পে ৭০ ভাগ চাকরি দাবি স্থানীয়দের

প্রকাশিত: ০৪:১৮, ৫ মে ২০১৮

মাতারবাড়িতে গড়ে ওঠা শিল্পে ৭০ ভাগ চাকরি দাবি  স্থানীয়দের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল, গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুত কেন্দ্রসহ চলমান উন্নয়ন কর্মকান্ডে সন্তুষ্টির পাশাপাশি কিছু দাবিও তুলে ধরেছে স্থানীয় অধিবাসীরা। তাদের অভিযোগ, মাতারবাড়ি ইউনিয়নের যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে তার অধিকাংশই ছিল লবণের মাঠ ও চিংড়ি ঘের। সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ দেয়া হলেও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট একটি মহল ও টাউট বাটপারদের কারণে এই অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে বিপুলসংখ্যক ভূমির মালিক। এছাড়া তারা মাতারবাড়িতে গড়ে ওঠা শিল্পগুলোতে ৭০ ভাগ চাকরি স্থানীয়দের জন্য বরাদ্দ রাখার দাবিও জানানো হয়েছে। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে ‘আমরা মাতারবাড়ির সন্তান’ নামের একটি সংগঠন। সংগঠনটির আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি এনামুল হক জানান, বর্তমান সরকারের আমলে দেশব্যাপী যে উন্নয়ন হচ্ছে তার সঙ্গে সামিল হতে পেরে আমরা মাতারবাড়ির সন্তানরা গর্বিত। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানাই। কিন্তু আমাদের দাবি হলো- সেখানে গড়ে ওঠা শিল্পকারখানায় মাতারবাড়ির সন্তানদের জন্য ৭০ শতাংশ চাকরি রাখা হোক। সরকার আন্তরিক হলে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব। সংগঠনটি প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজনও করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন শামীম। মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকারীরা জানান, মৎস্য ঘের এবং লবণের জন্য মহেশখালীর সুনাম রয়েছে। সেখানে ভূমি অধিগ্রহণের মাধ্যমে শিল্প, বন্দরসহ অবকাঠামো গড়ে উঠলে তা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। মহেশখালীর উন্নয়ন হলেও এর কিছু নেতিবাচক প্রভাবও থাকা খুবই স্বাভাবিক। সে কারণেই আমরা চাই কর্মসংস্থানের ক্ষেত্রে মাতারবাড়ির বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হোক।
×