ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চোর সন্দেহে পুলিশকে গণপিটুনি

প্রকাশিত: ০৪:১৬, ৫ মে ২০১৮

চোর সন্দেহে পুলিশকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এক নারীর মিথ্যা অপবাদে শিশু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন নজিবুল আহসান নামের এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে। গুরুতর আহত পুলিশ কনস্টেবলকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়েছে।জানা গেছে, বরিশাল নৌ-সদর থানায় কর্মরত নজিবুল আহসানের এক স্বজন গ্রামের বাড়ি থেকে এসে তার শিশুকে শেবাচিমে ভর্তি করেন। খবর পেয়ে কনস্টেবল নজিবুল আহসান তাকে দেখতে হাসপাতালে আসেন। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডের এক নারীকে জিজ্ঞেস করেন। ওই সময় নারী ভয় পেয়ে শিশু চোর হিসেবে তাকে (নজিবুল আহসান) ভেবে চিৎকার শুরু করেন। এতে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের লোকজন জড়ো হয়ে কোন কিছু না জেনেই ওই নারীর শিশু চোরের মিথ্যা অপবাদে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দেয়।
×