ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাস্টার্স পাস উজ্জ্বলের পেশা বেতের কাজ

প্রকাশিত: ০৪:১১, ৫ মে ২০১৮

 মাস্টার্স পাস উজ্জ্বলের পেশা বেতের কাজ

যশোরের মণিরামপুর উপজেলার রামনাথপুর দাস পাড়ার বাসিন্দা বিনোদ দাসের ছেলে উজ্জ্বল কুমার দাস। ৫ বছর আগে যশোর সরকারী মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাস করেছেন উজ্জ্বল কুমার দাস। চাকরির চেষ্টা করেছেন অনেক। কিন্তু চাকরি নামের সোনার হরিণ জোটেনি তার ভাগ্যে। তাই বাপ-দাদার পেশা বেতের কাজ (ঝুঁড়ি, ডালা, কুলো ইত্যাদি) করেই জীবিকা নির্বাহী করছেন। কিন্তু এটা তার স্বপ্ন ছিল না। উচ্চ শিক্ষিত আর দশজন যুবকের মতো চাকরি করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোঁটানোর স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন আজ ফিকে হয়েছে। বিনোদ দাস বলেন, ৫ ভাই বোনের মধ্যে উজ্জ্বলের শৈশবকাল থেকেই ছিল লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ। অভাব অনটনের সংসারে আগ্রহ দেখেই উজ্জ্বলকে অতি কষ্টে লেখাপড়া শেখানো হয়। উজ্জ্বল কুমার দাস বলেন, ২০০৫ সালে এসএসসি ও ২০০৭ সালে এইচএসসি পাস করে অর্থনীতি বিষয় নিয়ে যশোর সরকারী মাইকেল (এমএম) কলেজে স্নাতক ভর্তি হই। ২০১১ সালে স্নাতক (সম্মান) ও ২০১২ সালে স্নাতকোত্তর পাস করি। এরপর সরকারী চাকরির আশায় কয়েকবার নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েও চাকরি নামের সোনার হরিণের দেখা মেলেনি। তিনি জানান, কিছুদিন ঢাকায় গার্মেন্টসে কাজ করার পর চলে আসেন নিজ পল্লীতে। বংশপরম্পরায় বাপ-দাদার পেশায় নিজেকে সপে দেন উজ্জ্বল। বাড়িতে উজ্জ্বলের তৈরি ঝুড়ি-ডালা, কুলা গ্রামে গ্রামে বিক্রি করেন বাবা বিনোদ দাস। আক্ষেপ করে বিনোদ দাস বলেন, বড় আশায় শত কষ্টের মাঝেও ছেলেকে লেখা-পড়া শিখিয়েছি। আজও ছেলের কপালে চাকরি জুটল না। -সাজেদ রহমান, যশোর থেকে
×