ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলিক কমিউনিকেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:০৮, ৫ মে ২০১৮

মৌলিক কমিউনিকেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ বহুমাত্রিক লেখক, প্রতিভাবান তরুণ কবি ও উপন্যাসিক রাশেদ রেহমান। সিরাজগঞ্জের এই সন্তান সাহিত্য পত্রিকা ‘ক্যাপ্টেন’ সম্পাদনা করেন। গত ৩ মে বৃহস্পতিবার ছিল রাশেদ রেহমানের জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর এলিফ্যান্ট রোডের দীপনতলা মিনায়তনে রাশেদ রেহমানকে নিয়ে সাংস্কৃতিক কর্মীদেরবিশেষ আড্ডা অনুষ্ঠানের আয়োজন করে মৌলিক কমিউনিকেশন। আয়োজনে রাশেদ রেহমানকে নিয়ে আলোচনার পাশাপাশি তার কবি আবৃত্তি পরিবেশন করেন দেশের তরুণ আবৃত্তিশিল্পীরা। এতে উপস্থিত ছিলেন বরেণ্য গীতিকবি শহিদুল্লাহ ফরায়েজি, চলচ্চিত্র নির্মাতা মিজা সাখাওয়াৎ হোসেন, তবলাশিল্পী পৌষরাম সরকার, কবি মিজান হাওলাদার, শিল্পী ও গীতিকার হাবিব মোস্তফা, নাট্য নির্মাতা মনন আসাদ, জাফর ইকবাল, রাজ কামাল, সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মৌলিক কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান। আর অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন মৌলিক কমিউনিকেশনের চেয়ারম্যান সাজু আহমেদ। আলোচনাও কবিতা অনুষ্ঠানে সৃদৃশ্য কেক কাটা হয়। তার আগে কবি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মৌলিক কমিউনিকেশনের পক্ষ থেকে উত্তরীয় এবং ক্রেস্ট উপহার দেয়া হয়। এদিকে কবি রাশেদ রেহমানের জন্ম স্থান কাজীপুরেও জন্মদিন পালিত হয়েছে। কাজীপুরের সোনামুখী অনুশীলন একাডেমিতে কেক কাটা দোয়া ও কবির জীবনের উপর এক আলোচনা অনুষ্ঠিত হয়। কাজীপুর সাহিত্য পরিষদের আয়োজনে পরিষদের সভাপতি সাইফুল ইসলাম পলাশীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সম্পাদক ও সাহিত্য পত্রিকা কৌমুদের সহকারী সম্পাদক আবদুল জলিল, সহকারী অধ্যাপক আব্দুল হাই মামুন সরকার, কৃষিবীদ আব্দুর রাজ্জাক, আল মামুন খোকন, সহকারী শিক্ষক আব্দুল লতিফ মির্জা, চঞ্চল ভৌমিক, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, সাহিত্যিক নীলকণ্ঠ পদাতিক, সাংবাদিক টিএম কামাল, স্বপন মাহমুদ, শেখ সুজয় প্রমূখ। বক্তারা কবি রাশেদ রেহমানের কবিতা আবৃত্তি করেন ও তার উপন্যাসের নানাদিক আলোচনা করেন। পরে কবির দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এরপর কেক কাটা হয়। সম্প্রতি ‘বঙ্গভূমি সাহিত্য সম্মাননা-২০১৮’ পদকে ভূষিত হয়েছেন। তারও আগে সাহিত্যে বিশেষ ভূমিকা রাখায় পাবনায় ‘উত্তরণ দুই বাংলা সাহিত্য সম্মাননা’ ও ‘পাক্ষিক মৌলিক বার্তা পরিবার এ্যাওয়ার্ড’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
×