ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে গানে সম্মাননা পেল মম

প্রকাশিত: ০৪:০৮, ৫ মে ২০১৮

রোহিঙ্গাদের নিয়ে গানে সম্মাননা পেল মম

সংস্কৃতি ডেস্ক ॥ গত বছরের শেষের দিকে ইউটিউবের বাজনাবিডির চ্যানেলে প্রকাশিত হয় রোহিঙ্গাদের নিয়ে শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘রোহিঙ্গা’ শীর্ষক গানের ভিডিও। দর্শক ও বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে গানটি। এবার সেই গানটির জন্য রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলার সঙ্গীত আয়োজিত অনুষ্ঠানে সেরা শিশুশিল্পীর সম্মাননা পেল আতিকা রহমান মম। মম’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা হারুন উর রশীদ। সেরা শিশুশিল্পীর সম্মাননা পাওয়া প্রসঙ্গে আতিকা রহমান মম বলেন, যে কোন সম্মাননা ও পুরস্কারই মূলত তার কাজের স্বীকৃতি। ভবিষ্যতে যেন আর ভালো গান করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া চাই।
×