ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্মাতার অভিজ্ঞতাই সময় আর খরচ বাঁচাবে- ইয়ামিন ইলান

প্রকাশিত: ০৪:০৭, ৫ মে ২০১৮

নির্মাতার অভিজ্ঞতাই সময় আর খরচ বাঁচাবে- ইয়ামিন ইলান

স্টাফ রিপোর্টার ॥ অডিও ও ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান ই-মিউজিকের কর্ণধার ও নির্মাতা ইয়ামিন ইলান। ইতোমধ্যে অসংখ্য ভিডিও এই প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে। এ কারণে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সাফল্য এবং ই-মিউজিকের অগ্রযাত্রা নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইয়ামিন ইলান। জানিয়েছেন তার অনুভূতির কথা। বছরের সব থেকে আলোচিত মিউজিক ভিডিওটি বানানোর থেকে নিয়মিত গুণী শিল্পীদের সঙ্গে কাজ করে যেতে চান তরুণ এই নির্মাতা। এ প্রসঙ্গে ইয়ামিন ইলান বলেন দর্শককে অনেক কিছু না দেখিয়ে একটা ফ্রেমে আটকে রাখতে চাই। যেখানে সে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে গানটা শুনবে। ই-মিউজিক প্রতিষ্ঠানটিকে আজকের জায়গায় দেখতে ভালই লাগে। অবশ্য গন্তব্যে আমরা পৌঁছাইনি। বোধকরি এটি একটি চির অসমাপ্ত গন্তব্য। তবু শুরুটা সত্যিই খুব ক্ষুদ্র ছিল। পুরোটাই মেধা দিয়ে গড়া বলে আমার বিশ্বাস। আমরা মিউজিক ভিডিও কিংবা যে কোন ভিডিও প্রোডাকশনের ব্যয়কে মেধার বিনিময়ে কমাতে সক্ষম হয়েছি যেটা না হলে বেশিরভাগ শিল্পী আঁধারেই থেকে যেত। তিনি আরও বলেন, আমাদের অভিজ্ঞতা প্রতিদিন বাড়ছে কাজ করতে গিয়ে। এই অভিজ্ঞতাই শিল্পীদের সাহায্য করছে। খুব খেয়াল করে দেখবেন বাজারে এই মুহূর্তে খুব ব্যয় বহুল মিউজিক ভিডিওগুলো যারা বানাচ্ছেন তাদের নির্মাণ সংখ্যা ২০টির নিচে। যেখানে ই-মিউজিকের নির্মাণ সংখ্যা ৮০০ এর কাছাকাছি। ব্যয়বহুল কথাটি শুনতে যতই ভাল শোনাক, আসলেই তা ব্যয়বহুল নাকি অভিজ্ঞতার অভাবে খরচ বেশি হয়েছে সেটা দেখা দরকার। প্রযোজকরা ভিডিওর নির্মাণের অনেক খুঁটিনাটি বিষয় জানবেন না এটাই স্বাভাবিক। তাঁরা জানা শোনা মানুষদের অর্থ প্রদান করছেন। খুব জাঁকজমক হচ্ছে বটে। কিন্তু অভিজ্ঞতা এসবের খরচ কমাতে সক্ষম। একই ভিডিও যদি অভিজ্ঞ কেউ বানায় তা হলে তার চেহারা কেমন হতো সেটা কেউ বলতে পারবে না! খুব অল্প সময়ে প্রোডাকশন মানে কি ‘ধর তক্তা, মার পেরেক? এমন প্রশ্নে ইলান বলেন, নির্মাতার অভিজ্ঞতাই সময় আর খরচ বাঁচাবে। প্রায়ই দেখছি মিউজিক ভিডিওর শূটিং হচ্ছে ৩-৪ দিন। পরিকল্পনাতে সময় লাগছে মাসের পর মাস। অভিজ্ঞ নির্মাতার মুন্সিয়ানা এখানেই। এই জায়গায় পারদর্শিতা না থাকলে ই-মিউজিক আগাতেই পারত না। আমরা এখন হয়ত ২ দিনে ১টা মিউজিক ভিডিও পরিকল্পনা থেকে প্রকাশ করতে পারছি কিন্তু এই দুই দিনের সঙ্গে যোগ দিতে হবে আমাদের ৮০০ এর কাছাকাছি মিউজিক ভিডিও নির্মাণের অভিজ্ঞতা।
×