ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিঠু রায়ের খন্ড নাটক ‘আত্মপরিচয়’

প্রকাশিত: ০৪:০৭, ৫ মে ২০১৮

মিঠু রায়ের খন্ড নাটক ‘আত্মপরিচয়’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে ক্রিয়েটিভ মিডিয়া ফ্যাক্টরিীর পরিবেশনায় বিশেষ নাটক ‘আত্মপরিচয়’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মিঠু রায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অহনা, জোভান, আমিনুল হক হেলাল, সাইকা আহমেদসহ আরও অনেকে। নাটকটি চিত্রগ্রহণে ছিলে খান অনু। সম্পাদনায় সাগর খান। ‘আত্মপরিচয়’ নাটকটি আগামী ১১ মে এশিয়ান টিভি চ্যানেলে প্রচার হবে। ‘আত্মপরিচয়’ নাটকের কাহিনীতে দেখা যাবে জোভানের নাম সলিম এবং তার বাবা বাসার দাড়োয়ান। জুভানের বাবা-মা অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করাচ্ছে এবং স্বপ্ন দেখে ছেলে একদিন মস্তবড় অফিসার হবে তখন তাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না। জোভান তার বাবা-মার একমাত্র সন্তান এবং দেখতে অনেক সুন্দর ও স্মার্ট, সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং তার বাবা-মা আদর করে নাম রাখছে সলিম। কিন্তু জোভানের কাছে সলিম নামটা আধুনিক না তাই সে তার বাবা মাকে অনুরোধ করে তারা যেন তাকে সলিম বলে না ডাকে জোভানের দেয়া কথিত নাম রাতুল বলে ডাকে। ইউভার্সিটিতে সে রাতুল নামেই পরিচিত এবং একদিন হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ফোনে কথা বলার সময় ধাক্কা খেয়ে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় তার নাম অহনা। অহনা হচ্ছে বিশিষ্ট শিল্পপতির মেয়ে। অহনা জোভানের প্রেমে পড়ে যায়। জোভান তার প্রেমিকাকে তার আত্মপরিচয় গোপন করে। সে তার পরিচয় দেয় তার বাবা বড় ব্যবসায়ী এবং সে ব্যবসার কাজে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। একপর্যায়ের অহনার বিয়ের জন্য তারা বাবা ছেলে খুঁজছে। অহনা তার প্রেমিক জোভানকে তাদের বাসায় নিয়ে তার বাবার সঙ্গে পরিচয় করে দেয় এবং তার বাবা জোভানের বাবার সঙ্গে কথা বলতে চাইলে জোভান বলে তার বাবা ব্যবসার কাজে দেশের বাইরে আছে। অহনার বাড়ির দাঁড়োয়ান হচ্ছে জোভানের বাবা। জোভানের বাবা তার বাড়িওয়ালার মেয়ের সঙ্গে বাসায় দেখতে পেয়ে পিছে পিছে গিয়ে দরজায় কান লাগিয়ে শোনে সে তার নিজ পরিচয় গোপন করে মিথ্যা পরিচয় দিচ্ছে তখন তার বাবা অনেক কষ্ট পায় এবং বাসায় এসে জোভানের মাকে বিস্তারিত ঘটনাটি বলে। পরিশেষে জোভানের প্রেমিকা অহনা তার আসল পরিচয় জানতে পারে এবং তার আত্মপরিচয় গোপন রাখান জন্য অভিমান করে একপর্যায়ে তা মেনে নেয়।
×