ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুটি কবিতা

প্রকাশিত: ০৭:০৯, ৪ মে ২০১৮

 দুটি কবিতা

হৃদয় ছুঁয়ে দেখো মূল : পলিনা গ্যাগরিন হৃদয় গভীরে ছুঁয়ে দেখো আমাকে এবং শীতকে চলে যেতে বলো শীত আমাকে বরণ করে নিতে চায় হে প্রিয়, তোমার উষ্ণতা আমাকে দাও। আকাশ তৃপ্তির আবেশে গুন্গুন্ করছে, এখন বসন্ত, আমরা কোথায়? মেঘকে ডেকে বলো- আমাদেরকে শে^ত-স্বপ্নের মোহে ঢেকে দিতে। আমরা শুধু তাকিয়ে দেখছি- রাত চলে যাচ্ছে রহস্যের আলোর দেশে, মনে হয় তুমি আমাকে যন্ত্রণা দিয়ে আনন্দের স্মৃতি তৈরি করছো। ক্যামেরার আলোর মতো জ্বলে ওঠা ঠোঁটের ঝিলিক কি জীবন? আমার কণ্ঠে কী শুধুই প্রযুক্তির শব্দ ছিল? বিচিত্র জীবন মূল : বার্নি টপিন যখন তোমাকে নিয়ে গুন্গুন্ করে গান গেয়ে উঠি গোলাপের কুঁড়িগুলি মুহূর্তেই বিস্ফোরিত হয়ে ওঠে। নীল পদ্মের দিকে যখন তাকিয়ে থাকি সবচেয়ে সুন্দর চোখ দুটি মনে হয় তোমার। তোমাকে নিয়ে যখন কবিতা লিখি চাঁদ তাকিয়ে থাকে সদয় হয়ে কবিতা হয়ে ওঠে স্বর্গের গান। উচ্ছল তরঙ্গ নাচছে গভীর সমুদ্রে তারকারা জ্বলছে উজ্জ্বল হয়ে। বাতাস চুপি চুপি এসে বলে কোনো এক উত্তাল সমুদ্রের কত কথা। আমি বিচলিত হয়ে উঠি এবং ভাবি জীবন কত বিচিত্র- তুমি পৃথিবীতে আছো, আর আমি পড়ে আছি চাদোয়ায় শেওলায়।
×