ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন মনোচিকিৎসক কথাসাহিত্যিক সম্মানিত

প্রকাশিত: ০৭:০৭, ৪ মে ২০১৮

 তিন মনোচিকিৎসক কথাসাহিত্যিক সম্মানিত

প্রথিতযশা তিন মনোবিদ কথাসাহিত্যিক পুরষ্কৃত হলেন সম্প্রতি। আনোয়ারা সৈয়দ হক, মোহিত কামাল, মামুন হুসেইন। এর মধ্যে আনোয়ারা সৈয়দা হক এবং মামুন হুসেইন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। পেশায় মনোবিদন হিসেবে প্রতিষ্ঠিত হলেও সাহিত্য চর্চার সঙ্গে তিনজনই প্রায় ছোটবেলা থেকেই জড়িত। আনোয়ারা সৈয়দ হকের প্রথম গল্প প্রকাশিত হয় ১৯৫৪ সালে দৈনিক সংবাদে। চিকিৎসা পেশায় অধ্যায়ন শুরু আরও পরে। ইংরেজি সাহিত্যে পড়ার ইচ্ছা থাকলেও বাবার সিদ্ধান্তে ১৯৫৯ সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। মোহিত কামালও ছোটবেলা থেকেই সাহিত্য চর্চার সঙ্গে জড়িত। সাহিত্য পত্রিকা ‘শব্দঘর’ তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে। তিনি জীবনসদস্য, বাংলা একাডেমি; প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য; ‘প্রবাল কচি-কাঁচার মেলা’র সাবেক পরিচালক। লেখালেখির মুখ্য বিষয় উপন্যাস ও গল্প; শিশুসাতিহ্য রচনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে গবেষণাধর্মী লেখা লেখেন। ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাপানে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্রির ফেলোশিপ প্রোগ্রামে বিশ্বের প্রথম সেরা ফেলো হিসেবে কৃতিত্ব অর্জন করেন। লেখকের মানব মনের উদ্বেগ ও বিষণœতা বইটি ২০১২ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘সাইকোলজি, কাউন্সেলিং এ্যান্ড গাইডিং’ বিষয়ক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক রোকনুজ্জামান দাদাভাই আদর্শ ব্যক্তিত্ব। আগ্রাবাদ নবাঙ্কুর কচি-কাঁচার মেলার সাহিত্য-সংস্কৃতির কর্মকা-ের মাধ্যমে সাহিত্যে বুনিয়াদ, সাহিত্যসত্তা গড়ে ওঠে শৈশবেই। মোহিত কামালের লেখালেখির শুরু তখন থেকেই। তবে প্রথম গল্পগ্রন্থ কাছের তুমি দূরের তুমি প্রকাশিত হয় ১৯৯৫ সালে সময় প্রকাশন থেকে। এর পর থেকে তিনি লিখেই চলেছেন, সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি নিবিড়ভাবে জড়িয়ে আছেন সাহিত্যজগতে। জীবনের প্রতিদিনের সময়ঘণ্টাকে ভাগ করে কর্ম জীবন ও সাহিত্য জীবনকে তিনি আলাদা করতে পেরেছেন। তাই উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করে চলেছেন। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৬ (১৭ উপন্যাস, ১০ গল্পগ্রন্থ, ১১ শিশুসাহিত্য, ১টি সম্পাদনাগ্রন্থ এবং অন্যান্য)। বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত তাঁর পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বর (২০১৪) উপন্যাসটি পেয়েছে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০১৪)। কিশোর উপন্যাস উড়াল বালক (রোদেলা প্রকাশনী, ২০১২) গ্রন্থটি ২০১২ সালে পেয়েছে এম নুরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার (২০১২) এবং অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪১৮ বঙ্গাব্দ (২০১২)। সুখপাখি আগুনডানা (বিদ্যাপ্রকাশ, ২০০৮) উপন্যাসটি পেয়েছে এ-ওয়ান টেলিমিডিয়া স্বাধীনতা এ্যাওয়ার্ড ২০০৮ এবং বেগম রোকেয়া সম্মাননা পদক ২০০৮, সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস-প্রদত্ত। না (বিদ্যাপ্রকাশ, ২০০৯) উপন্যাসটি পেয়েছে স্বাধীনতা সংসদ নববর্ষ পুরস্কার ১৪১৫। চেনা বন্ধু অচেনা পথ (বিদ্যাপ্রকাশ, ২০১০) উপন্যাসটি পেয়েছে ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার ১৪১৬। সাহিত্যে অবদানের জন্য এ বছর বাংলা একাডেমি পদকপ্রাপ্ত মামুন হুসেইন রাজশাহী মেডিকেল কলেজে কর্মরত। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে বালক বেলার কৌশল, শান্ত সন্ত্রাসের চাঁদমারি অন্ধজনের জাতক কথা অন্যতম। নিক্রপলিস উপন্যাসের জন্য ২০১১ তে পেয়েছেন বাঙলার পাঠশালা-আখতারুজ্জামান ইলিয়াস পুরস্কার। সম্মানিত করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস। মোহাম্মদ কুদ্দুস
×