ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিষ প্রয়োগে জমির ফসল নষ্ট

প্রকাশিত: ০৫:৪১, ৪ মে ২০১৮

বিষ প্রয়োগে জমির ফসল নষ্ট

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৩ মে ॥ প্রতিপক্ষের ঘাস নিধনের বিষ প্রয়োগে বদরগঞ্জে আনিছুল হক নামে এক কৃষকের জমির ফসল পচে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ মাহামুদুল হক বাবলু ও তার লোকজন ওই জমিতে এর আগে দুই দুইবার বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছেন এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক আনিছুল। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আরাজি দিলালপুর বলদিয়া পাড়া গ্রামে। এ বিষয়ে আনিছুল হক প্রতিপক্ষ মাহামুদুল হকসহ ২ জনকে অভিযুক্ত করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার সরেজমিনে জানা যায়, জমি-জমা ক্রয় সংক্রান্তের জের ধরে বলদিয়া পাড়া গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে সাবেক ইউপি সদস্য আনিছুল হকের সঙ্গে চাচাত ভাই মাহামুদুল হক বাবলুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত মঙ্গলবার কৃষক আনিছুলের বোরো ধান ক্ষেতে গভীর রাতে ঘাস নিধনের কীটনাশক প্রয়োগ করে বাবলু ও তার লোকজন। এতে কৃষক আনিছুলের প্রায় ৫০ শতক জমির ফসল নষ্ট হয়ে যায়। এর আগে দুই দুইবার একই কায়দায় বাবলু ও তার লোকজন ওই জমির ফসল নষ্ট করেন। ওই সময় মাহামুদুল হক বাবলুর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেন কৃষক আনিছুল। মামলাটি আদালতে চলমান রয়েছে। এলাকাবাসী রবিউলসহ অনেকেই বলেন, ওই জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন থেকে ভোগদখলসহ চাষাবাদ করে আসছে কৃষক আনিছুল। মাহামুদুল হক বাবলু তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পৈত্রিক অংশ থেকে জ্যাঠাত ভাই আনিছুল হক আমাকে বঞ্চিত করেছে। এ কারণে আমার সঙ্গে তার বিরোধ চলে আসছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসাতে আনিছুল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×