ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটি ও নরসিংদীতে দুই চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৩৭, ৪ মে ২০১৮

রাঙ্গামাটি ও নরসিংদীতে দুই চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ রাঙ্গামাটিতে নানিয়াচর উপজেলা চেয়ারম্যান এবং নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বৃহস্পতিবার সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। হত্যাকা-ের পর নানিয়াচর ও বাঁশগাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে নানিয়াচর উপজেলা চেয়ারম্যান হত্যার ঘটনায় খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইউপিডিএফ নিষিদ্ধের দাবি জানানো হয়। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, রাঙ্গামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস লারমা গ্রুপের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট শক্তিমান চাকমাকে প্রকাশ্যে উপজেলা মাঠে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে তার দেহরক্ষী রূপম চাকমাও গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শক্তিমান চাকমা বৃহস্পতিবার বেলা পৌনে এগারটায় তার উপজেলা কার্যালয়ে আসার পথে অফিসের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাদা পোশাকের মুখোশধারী তিন সন্ত্রাসী অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হলেও তারা জনতার ভিড়ে মিশে পালিয়ে যায়। উপস্থিত জনগণ চেয়ারম্যানকে দ্রুত সিএনজি করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রূপম চাকমাকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত উপজেলা চেয়ারম্যানের লাশ ময়নাতদন্তের জান্য রাঙ্গামাটি নেয়া হয় বলে পুলিশ জানায়। এই ঘটনার পর নানিয়াচর উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, সার্বিক পরিস্থিতি পুলিশের নিযন্ত্রণে রয়েছে। নানিয়াচরে পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান। উল্লেখ্য, সম্প্রতি ইউপিডিএফ ভেঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আলাদা দল হওয়ার পর থেকে পাহাড়ে নতুন করে হানাহানি শুরু হয়েছে। গত কয়েক মাসে শুধু নানিয়াচরে ইউপিডিএফ ২ গ্রুফের মধ্যে হানাহানিতে ৫ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া ঘর ছাড়া হয়েছে বহু পরিবার। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে খাগড়াছড়িতে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ-কে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকা-ের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের শাপলা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার পথে ইউপিডিএফ মূল বাধা। তারা জেএসএসসহ মুক্তিকামী মানুষের অধিকারকে খর্ব করে পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এর ধারাবাহিকতায় প্রসিত খীসার নির্দেশে একের পর এক হত্যাকা- সংঘটিত হচ্ছে। তাদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। সমাবেশে জেএসএস খাগড়াছড়ি সদর শাখার সভাপতি কিরণ চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেদ চাকমা বক্তব্য রাখেন। নরসিংদী ॥ রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক (৭০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। রায়পুরা উপজেলা পরিষদে দুর্যোগ, ত্রাণ ব্যবস্থাপনার সভা শেষে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি বাঁশগাড়ি যাবার পথে আলীনগর আড়াকান্দি নামক স্থানে তার মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসীরা তাকে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুলি করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দৌড়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে ঢাকায় নেয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে পৌঁছলে তার মৃত্যু হয়। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মিজানুর রহমান বলেন, অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে হত্যা করায় এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ হাসপাতালে ভিড় জমায়। রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হকের জনপ্রিয়তাই তার মৃত্যুর কারণ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, এলাকার আধিপত্য নাকি অন্য কোন কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
×