ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প

দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

প্রকাশিত: ০৪:৫৮, ৪ মে ২০১৮

দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনিতে দুর্ঘটনায় নিহত দুই খনি শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ১২ লাখ টাকা অনুদান প্রদান করেছে। গত বুধবার সন্ধ্যায় মধ্যপাড়া কঠিন শিলা খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী নিহত গোলাম মোস্তফার স্ত্রী ও নিহত মামুন কবিরের পিতার হাতে আর্থিক সাহায্যের ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নিহত গোলাম মোস্তফার বাবা ফজলে রহমান, নিহত মামুনের কবিরের বাবা আব্দুর রশীদ, তার মাতাসহ দুই পরিবারের সদস্যগণ। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন, উপ-মহাব্যবস্থাপক ড. ফররুখ হোসেন খাঁন ও উপ-মহাব্যবস্থাপক মুশতাক আহম্মদ খাঁনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জিটিসি কর্তৃপক্ষ নিহত দু’জন শ্রমিক গোলাম মোস্তফা ও নিহত মামুন কবিরের পরিবারের আর্থিক অসচ্ছল অবস্থার কথা বিবেচনায় নিয়ে অর্থিক অনুদান প্রদান করে।
×