ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজানে ভোগ্যপণ্যের কৃত্রিম সঙ্কটের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রশাসনের

প্রকাশিত: ০৪:৫৬, ৪ মে ২০১৮

রমজানে ভোগ্যপণ্যের  কৃত্রিম সঙ্কটের বিরুদ্ধে  হুঁশিয়ারি প্রশাসনের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রমজানে ভোগ্যপণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। কোন অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে ভ্রাম্যমাণ আদালত যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। নির্ধারিত দামের তালিকা প্রতিটি দোকানে টাঙ্গিয়ে রাখতে হবে, যাতে করে ক্রেতারা প্রতারিত না হন। বৃহস্পতিবার রমজানের পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ সতর্কতা উচ্চারণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন। তিনি বলেন, প্রতি বছর কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের চেষ্টা চালায়। এমন অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। প্রয়োজনে জেল জরিমানা হবে। জেলা প্রশাসনের হট লাইন (৩৩৩) উল্লেখ করে তিনি নিত্যপণ্যের দাম বেশি নিলেই প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান। মতবিনিময় সভায় নগরীর খাতুনগঞ্জ, রেয়াজুদ্দিন বাজার, টেরিবাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী প্রতিনিধি বক্তব্য রাখেন। এ সময় তারা রোজায় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকবে বলেও আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবির, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি শহীদ জামাল আহমেদ, ক্যাব চট্টগ্রামের সভাপতি এসএম নাজের হোসেন প্রমুখ। সভায় রোজায় সড়ক দখল করে যত্রতত্র ইফতার সামগ্রীসহ বিভিন্ন পণ্য দোকান বসানোর বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা উচ্চারণ করা হয়। ভেজাল খাদ্য পরিবেশনকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে জেলা প্রশাসন।
×