ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরপতনে পুঁজিবাজারে নতুন মাস শুরু

প্রকাশিত: ০৪:৫১, ৪ মে ২০১৮

 দরপতনে পুঁজিবাজারে নতুন মাস শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪৭৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১৮ কোটি ৫৮ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ৫৯২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪ কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু দিনশেষে এই প্রবণতা আর অব্যাহত থাকেনি। শেয়ার বিক্রির চাপ অব্যাহত থাকায় চলতি মাসের প্রথম কার্যদিবসে সূচকের নেতিবাচক প্রবণতা বজায় ছিল। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, ডিবিএইচ, বিবিএস কেবল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি ও কুইন সাউথ টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ এডভেন্ট ফার্মা, মুন্নু সিরামিক, কুইন সাউথ টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, সোনালী আঁশ, এইচআর টেক্সটাইল, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড ও রিজেন্ট টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ এবি ব্যাংক, সামাতা লেদার, শ্যামপুর সুগার, রেকিট বেনকিসার, ঝিল বাংলা সুগার, জুট স্পিনার্স, লিব্রা ইনফিউশন, মডার্ন ডাইং ও ইমাম বাটন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিক, এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এডভেন্ট ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ফ্যাশন, বিবিএস কেবল, লাফার্জ হোলসিম ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×