ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুনিয়র চ্যালেঞ্জার টেনিস শুরু

প্রকাশিত: ০৪:৪৬, ৪ মে ২০১৮

জুনিয়র চ্যালেঞ্জার  টেনিস শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘এফএসআইবি জুনিয়র চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্ট।’ প্রতিযোগিতায় ঢাকাসহ রাজশাহী, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, নরসিংদীর ৭৫ বালক ও বালিকা খেলোয়াড় অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে অ-৬, অ-৮, অ-১০, অ-১২ ও অ-১৪ বছরের খেলোয়াড়রা অংশ নেবে। প্রতিযোগিতায় অ-১২ ও অ-১৪ বছর বালক ও বালিকা বিভাগে মোট ৪০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। শাহরিয়ার আলম (সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
×