ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনিবার প্রাথমিক দল চূড়ান্ত করবে বিসিবি

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ

প্রকাশিত: ০৪:৪৬, ৪ মে ২০১৮

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে শনিবার প্রাথমিক দল চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘প্রাথমিক দল চূড়ান্ত হবে ৫ মে।’ তবে আফগানিস্তান সিরিজই এখনও শতভাগ নিশ্চিত নয়। তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত (সিরিজ) হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে ক্রিকেট অপারেশন ম্যানেজার দেরাদুনে গেছেন। সেখানে মাঠ ও অন্যান্য সুবিধা দেখতে গেছেন। সরেজমিনে দেখে এসে দুই-তিনদিনের মধ্যে বোর্ডকে জানাবে। তারপর আমরা সিরিজটার সফরসূচী চূড়ান্ত করব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলে জুনের প্রথম সপ্তাহে হবে। ২০০০ সালে টেস্ট আঙ্গিনায় পা রাখার পর একবার ভারতে টেস্ট খেলতে পেরেছে বাংলাদেশ। এবার নতুন এফটিপিতে সেই সুযোগ আরও বাড়ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ যে থাকছে। তাতে করে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। সিইও এ নিয়ে জানান, ‘জানেন আইসিসি যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, দ্বিপক্ষীয় সিরিজের ক্ষেত্রে তিনটা সংস্করণেই নতুন প্রতিদ্বন্দ্বিতা আসছে। সেক্ষেত্রে দ্বিপক্ষীয় সিরিজ বা এফটিপি যদি কার্যকর হয়, আগে যেটা ছিল আশাকরি আগের চেয়ে আমাদের খেলা আরও বেড়ে যাবে। যে কমিটমেন্টগুলো আপনারা এফটিপিতে দেখছেন, সেগুলো বাস্তবায়ন করতে সবাই রাজি হয়েছে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘এফটিপি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এটা নিয়ে প্রকাশ্যে কিছু বলা যাবে না। আমরা আশাবাদী। আমরা আশা করছি অতীতে ভারতের সঙ্গে যে দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে এটা সামনে আরও বেশি হবে।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আমেরিকার ফ্লোরিয়ায় দুটি টি২০ ম্যাচ হবে। এ জন্য ভিসা করতে জিও নিতে হবে। কিন্তু জানা গেছে, মাশরাফির জিও করা হয়নি। না করার কথাই। মাশরাফি যে এখন আর টি২০ খেলেন না। ফ্লোরিডায় খেলা হবে টি২০। সিরিজের বাকি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন ভেন্যুতে। চন্দিকা হাতুরাসিংহে চলে যাওয়ার পর ছয় মাস হয়ে গেলেও প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ নিয়োগ হতে পারে বলে জানান সিইও। ‘কোচ নিয়ে এই মুহূর্তে আপডেট নেই। জুনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চেষ্টা চলছে চূড়ান্ত করতে। আমরা চেষ্টা করছি। জানেন যে ফিল্ডিং কোচ যেহেতু নেই। এখানে নতুন কাউকে দেয়ার চেষ্টা চলছে।’ আফগান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান গুরুত্ব দিচ্ছে বিসিবি। তাতে করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেও কোচ নিয়োগ হয়ে যেতে পারে। আপাতত শনিবার প্রাথমিক দল চূড়ান্ত হয়ে যাবে।
×