ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিনি (অনুর্ধ-১০) রাগবি শনিবার শুরু

বাংলাদেশকে পাঁচ হাজার পাউন্ড দিচ্ছে এশিয়া রাগবি

প্রকাশিত: ০৪:৪৪, ৪ মে ২০১৮

বাংলাদেশকে পাঁচ হাজার পাউন্ড দিচ্ছে এশিয়া রাগবি

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের একটি মাঠ নেই, সেই আক্ষেপকে সঙ্গী করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ রাগবি। প্রতিভা অন্বেষণসহ নানা কার্যক্রমে প্রায় সারা বছরই মাঠে এই ক্রীড়া ইভেন্টটি। তাই অনেকটা সন্তুষ্ট হয়ে বাংলাদেশ রাগবি ইউনিয়নকে ৫ হাজার পাউন্ড (৫ লাখ ৭৭ হাজার ৪৭৭ টাকা) অনুদান দিচ্ছে এশিয়া রাগবি। সংবাদ সম্মেলনে এই তথ্য দেন বাংলাদেশ রাগবি ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী। তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে পাঁচ হাজার পাউন্ড ও ১০০ বল দিচ্ছে এশিয়া রাগবি। এই টাকা দিয়ে আমরা এক শ’ স্কুলে গেট ইনটু রাগবি প্রোগ্রাম পরিচালনা করব।’ এদিকে শনিবার থেকে ঢাকার পল্টনের শহীদ এম ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘ইনডেক্স মিনি (অনুর্ধ-১০) রাগবি প্রতিযোগিতা’র সপ্তম আসর। শনিবার দুপুর ৩টায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন সাইফুল্লাহ আল মুনির (সিইও, ইনডেক্স গ্রুপ)। ১১ স্কুল দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধার্য করা হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা। পৃষ্ঠপোষক ইনডেক্স গ্রুপ দিচ্ছে দেড় লাখ টাকা।
×