ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগে আবাহনীর টানা দ্বিতীয় জয়

প্রকাশিত: ০৪:৪১, ৪ মে ২০১৮

প্রিমিয়ার হকি লীগে আবাহনীর টানা দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগে টানা এবং বড় জয় কুড়িয়ে নিয়েছে সর্বাধিক পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায় ৮-০ গোলে। ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়েছিল বিজয়ী দল। দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক সাধারণ বীমাকে হারায় ৩-১ গোলে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১০-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল আবাহনী। পুরো ম্যাচে সমানতালে খেলে একতরফা আক্রমণ করে একের পর এক গোল আদায় করে নেয় আবাহনী। তবে আরও কটি গোলের সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। পুরো ম্যাচে তারা ৭টি পেনাল্টি কর্নার (পিসি) থেকে চারটি পিসি গোল আদায় করতে সক্ষম হয়। পক্ষান্তরে ভিক্টোরিয়া ৬টি পিসি পেলেও একটি গোল করতে পারেনি। ম্যাচের ১৬ মিনিটে গোলের হালখাতা খোলে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। মেহেদী হাসানের বাড়ানো বল নিখুঁত রিভার্স হিটে লক্ষ্যে পৌঁছে দেন মোহাম্মদ মহসিন (১-০)। ২১ এবং ২৪ মিনিটে দুটি পিসি গোল করে স্কোরলাইন ৩-০ করেন রোমান সরকার। ২১ মিনিটে কৃষ্ণ কুমারের পুশে এক সতীর্থের হিটে ফ্লিক করে ব্যবধান দ্বিগুণ করেন রোমান। তিন মিনিট পর কৃষ্ণর পুশেই আশরাফুল ইসলাম হিট করার পর ফ্লিকে লক্ষ্যভেদ করেন আবাহনীর এই ফরোয়ার্ড। ৩৪ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে ভিক্টোরিয়াকে চাপে রেখে আরও চার গোল তুলে নেয় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪২ মিনিটে) কৃষ্ণ কুমার ব্যবধান বাড়ান পিসি গোলে (৫-০)। ৫০ মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। এরপর সারোয়ার হোসেন ও মহসিন গোলরক্ষক সজীবুর রহমানকে পরাস্ত করে আরও দুটি ফিল্ড গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুব হারুনের শিষ্যরা। বৃহস্পতিবার প্রথম ম্যাচে সোনালী ব্যাংক এসসি ৩-১ গোলে সাধারণ বীমাকে হারায়। জয়ী দলের প্রমোদ দেওয়ান, রাজীব দাস ও প্রসেনজিৎ রায় একটি করে গোল করেন। বিজিত দলের লাভ রোজ সিং ১টি গোল করেন। দিনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ২-১ গোলে আজাদ স্পোর্টিংকে পরাজিত করে।
×