ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে আজ প্যারিস যাচ্ছেন নেইমার!

প্রকাশিত: ০৪:৪০, ৪ মে ২০১৮

সুস্থ হয়ে আজ প্যারিস যাচ্ছেন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমার এখন প্রায় সুস্থ। গত দুই সপ্তাহ ধরেই ক্রাচ ছাড়া হাঁটছেন প্যারিস সেইন্ট জার্মেইর এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এর মধ্যেই নেইমার ভক্তদের নতুন খবর দিল ফরাসী দৈনিক ‘এল ইকুইপ।’ তারা এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ শুরুর ৪০ দিন আগেই রিও থেকে আজ প্যারিস যাচ্ছেন নেইমার। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মূলত বিশ্বকাপের আগে ব্রাজিলকে সহযোগিতা করার জন্যই তার ক্লাব পিএসজিতে যোগ দিতে চলেছেন নেইমার। যদিওবা ২৬ বছর বয়সী নেইমারকে ছাড়া ইতোমধ্যেই ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করে ফেলেছে পিএসজি। শুধু তাই নয়, ফ্রেঞ্চ কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে উনাই এমেরির দল। কিন্তু দুর্ভাগ্য প্যারিস জায়ান্টদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের আশা যে অধরাই থেকে গেল তাদের। গত গ্রীষ্মকালীন দলবদলে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে কিনে আনে পিএসজি। তাদের লক্ষ্য ছিল ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি ইউরোপ সেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লীগের ট্রফিটাকেও উঁচিয়ে ধরা। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ লা লিগায় যোগ দেন নেইমার। বার্সিলোনায় চারটি বছর সাফল্যের সঙ্গেই পার করেছেন তিনি। কিন্তু গণমাধ্যমের দাবি, বার্সিলোনায় যতই ভাল করুক, কখনই এক নম্বর হতে পারতেন না নেইমার। কারণ, তার মাথার ওপর ছিল লিওনেল মেসি। যে কারণেই মেসির ছায়া থেকে বের হতে বার্সিলোনা থেকে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। উদ্দেশ্য ছিল সেরা খেলোয়াড় হওয়া। কিন্তু সেই পথে প্রথম মৌসুমে ব্যর্থ হয়েছেন ২৬ বছরের এই তারকা ফুটবলার। সেরা হওয়ার মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে যে আরও আগেই বিদায় নেয় পিএসজি। এদিকে পিএসজিতে যোগ দেয়ার পর থেকে আবারও লা লিগায় ফেরার গুঞ্জন শুরু হয় নেইমারের। তাকে পেতে নাকি মরিয়া বার্সিলোনারই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে লস ব্ল্যাঙ্কোসদের দলে যে আছেন রোনাল্ডো! যার অধীনেই আবারও ছায়া হয়ে থাকতে হবে নেইমারকে। মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে যিনি বার্সা ছেড়েছেন, সেই নেইমার কী রোনাল্ডো থাকাকালীন রিয়াল মাদ্রিদে আসবেন? এমন মুহূর্তেই রিয়াল ভক্তদের জন্য দুর্দান্ত এক খবর নিয়ে এসেছে স্পানিশ আউটলেট ডন ব্যালন। এর আগে তারা জানিয়েছিল, নেইমার রিয়াল মাদ্রিদে এসে রোনাল্ডোর সঙ্গে খেলতে রাজি নয়। একক রাজত্ব করতে চায় রিয়ালে। কিন্তু এবার নেইমার ও রোনাল্ডোর অন্যরকম এক সংবাদ প্রকাশ করল তারা। আর সেই খবর হলো নেইমার ও রোনাল্ডো এক সঙ্গে জুটি বেঁধে খেলতে রাজি। ডন ব্যালন জানিয়েছে, নেইমার রোনাল্ডোকে ফোন করেছিল রিয়াল মাদ্রিদে আসার ব্যাপারে। আর ফোনে রোনাল্ডো নেইমারকে বলেছে, তাকে যতটা সাহায্য করার প্রয়োজন সবই করবে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। আর নেইমারও বলেছে, রোনাল্ডোর সঙ্গে জুটি বেঁধে খেলতে সে স্বাচ্ছন্দ্যবোধ করবে। দুই তারকার এমনই ফোনালাপের কথা প্রকাশ করে হৈচৈ ফেলে দিয়েছে স্প্যানিশ আউটলেটটি। বর্তমানে ইনজুরিতে থাকা নেইমারকে আরও একটি মৌসুম পিএসজিতে থাকতে হতে পারে। আর যদি বেরিয়েই আসতে চান তাহলে হয় ক্লাবের সঙ্গে সমঝোতা করেই লা লিগায় ফিরতে হবে। তবে এই মুহূর্তে নেইমারের রিয়াল যাত্রাটাকে অসম্ভব বলে মনে করছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো। তিনি বলেন, ‘পিএসজি প্রচুর টাকা দিয়ে নেইমারকে কিনেছে। এর অর্থ তাদের টাকার প্রয়োজন নেই যে টাকা বেশি হলে তারা নেইমারকে বিক্রি করবে। তাছাড়া নেইমার প্যারিসকে ভালবাসে, প্যারিসও তাকে ভালবাসে।’ আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ২০১৮ বিশ্বকাপ। স্বপ্নের বিশ্বকাপে এবার হট ফেবারিট ব্রাজিল। নেইমারও আগামী বিশ্বকাপের আগে দলে ফেরার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
×