ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে গ্যাংস্টার ছোটা রাজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩২, ৪ মে ২০১৮

ভারতে গ্যাংস্টার ছোটা  রাজনের  যাবজ্জীবন

ভারতে সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যার দায়ে বুধবার গ্যাংস্টার ছোটা রাজনের যাবজ্জীবনের দন্ড দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। ২০১৫ সালের নবেম্বরে ছোটা রাজনকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল।- এনডিটিভি। জ্যোতির্ময়কে হত্যার ঘটনায় আরও আটজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে প্রমাণের অভাবে খালাস পেয়েছেন সাবেক সাংবাদিক জিগনা ভোড়া। প্রায় সাত বছর পর আলোচিত এই হত্যা মামলার রায় হলো। স্থানীয় ‘মিডডে ইভনিংগার’ নামের একটি পত্রিকায় তিনি কাজ করতেন। ৫৬ বছর বয়সী এই সাংবাদিক ২০ জন গ্যাংস্টারকে নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করছিলেন। এর পরিপ্রেক্ষিতেই ২০১১ সালের জুনে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে জ্যোতির্ময়কে হত্যা করা হয়। এ হত্যার নির্দেশ দিয়েছিলেন ছোটা রাজন। বইয়ে ছোটা রাজনকে একজন ছোট অপরাধী হিসেবে উল্লেখ করা হয়েছিল। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে খ্যাতি ছিল জ্যোতির্ময় দে’র। ২০১৫ সালের নবেম্বরে ছোটা রাজনকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে ভারতে নেয়া হয়। বর্তমানে দিল্লীর তিহার জেলে তিনি আটক আছেন এই গ্যাংস্টার। ছোটা রাজনের প্রকৃত নাম রাজেন্দ্র এস নিখোঁজ। জ্যোতির্ময়কে হত্যার জন্য ৫ লাখ রুপির বিনিময়ে একজন খুনীকে ভাড়া করা হয়েছিল। সতীশ কালিয়া নামের ওই খুনীকে জ্যোতির্ময়ের পরিচয় জানানো হয়নি। সতীশসহ মোট সাতজনের একটি দল পরিকল্পিতভাবে জ্যোতির্ময়কে খুন করে।
×