ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তথ্য আইন লঙ্ঘন ॥ মাহাথিরের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৪:৩১, ৪ মে ২০১৮

তথ্য আইন লঙ্ঘন ॥  মাহাথিরের বিরুদ্ধে তদন্ত শুরু

মালয়েশীয় কর্তৃপক্ষ দেশটির বিরোধী দলীয় নেতার মন্তব্যের জের ধরে একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে ‘ভুয়া খবর বিরোধী’ একটি নতুন আইন লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই তদন্ত কার্যক্রম শুরু করা হলো। পুলিশ বুধবার জানিয়েছে, গত মাসে করা মাহাথির মোহাম্মদের একটি মন্তব্য খতিয়ে দেখা হবে।- খবর আলজাজিরা ও দ্য গার্ডিয়ান মাহাথির মোহাম্মদ গত মাসে মন্তব্য করেন, কুয়ালালামপুর থেকে লাংকাওই দ্বীপে যাওয়ার পথে তাদের বিমানটি নাশকতার শিকার হয়। উড্ডয়নের পূর্ব মুহূর্তে বিমানের পাইলট জানান, বিমানের টায়ার নষ্ট হয়ে হয়েছে। মালয়েশিয়া বর্তমানে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯২ বছর বয়সী ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নাজিবের সরকার গত এপ্রিলে একটি আইন পাস করে, যেটি ‘ভুয়া খবর’-এ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সমালোচকরা বলেছেন, আইনটির মাধ্যমে সরকার মতপ্রকাশের স্বাধীনতায় লাগাম দেয়ার ষড়যন্ত্র করেছে। মাহাথির মোহাম্মদ গত সপ্তাহে জানান, বেসরকারী বিমানটি উড্ডয়নের পূর্বে পাইলট বিমানের কিছু ত্রুটি লক্ষ্য করেন। তিনি তখন নাশকতার সন্দেহ করেন। পরে সরকার বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেয়। তবে সিভিল এভিয়েশন অথোরিটি জানায়, তদন্তে কোন নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
×