ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে প্রার্থী হচ্ছেন বুশকে জুতা ছোড়া সাংবাদিক

প্রকাশিত: ০৪:৩০, ৪ মে ২০১৮

নির্বাচনে প্রার্থী হচ্ছেন বুশকে জুতা ছোড়া সাংবাদিক

১২ বছর আগে ইরাক সফরে যাওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের দিকে জুতা ছুড়ে মেরেছিলেন যে সাংবাদিক, তিনি এখন পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুনতাজের আল-জায়েদি এ মাসের ১২ তারিখ নির্বাচনে শিয়া নেতা মোক্তাদা আল-সদরের জোটের সমর্থক হিসেবে অংশ নিচ্ছেন। বিবিসি। মার্কিন সেনা অভিযান সাদ্দাম হোসেনের পতনের ৩ বছর পর ২০০৬ সালে বাগদাদ সফরে গিয়ে তৎকালীন ইরাকী প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন বুশ। ওই সময় সময় সবাই অবাক করে দিয়ে আল-বাগদাদিয়া টিভির সাংবাদিক জায়েদি বুশকে লক্ষ্য করে নিজের জুতা ছুড়ে মারেন। তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে বুশকে ‘কুকুর’ বলে সম্বোধন করে তাকে লক্ষ্য করে তার দু’পাটি জুতা ছুড়ে মারেন। তিনি বলছিলেন, দুটি জুতার একটি হচ্ছে ইরাকী জনগণের বিদায়ী চুম্বন, আর অপরটি মার্কিন অভিযানে নিহতদের স্ত্রী-সন্তানদের পক্ষ থেকে। দুটোর কোনটাই বুশের গায়ে লাগেনি। তবে ভিডিও ফুটেজে তাকে কিছু ভয় পেতে দেখা গিয়েছিল। এ ঘটনা জায়েদিকে রাতারাতি আরব বিশ্বে একজন ‘হিরো’তে পরিণত করে। বুশ বলেছিলেন, তিনি এতে রাগ করেননি বরং আমোদ পেয়েছেন। ‘আমি প্রেসিডেন্ট হিসেবে বহু বিচিত্র ঘটনা দেখেছি, তবে সবচেয়ে আজব ঘটনা ছিল এটাই।’
×