ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

পরমাণু চুক্তি থেকে সরে যাবেন না

প্রকাশিত: ০৪:২৯, ৪ মে ২০১৮

পরমাণু চুক্তি থেকে সরে যাবেন না

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসির সঙ্গে সাক্ষাতকারে গুতেরেস বলেন, ২০১৫ সালে করা চুক্তি রক্ষা করতে না পারলে যুদ্ধ বেধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই চুক্তির পর ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে ট্রাম্প চুক্তির একজন কট্টর সমালোচক। বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ১২ মে পর চুক্তিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। গুতেরেস বলেন, ইরান চুক্তিটি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’ ও এটি রক্ষা করা উচিত। তিনি বলেন, ‘আমরা যতক্ষণ পর্যন্ত না এর ভালো বিকল্প পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের চুক্তিটি থেকে সরে আসা উচিত হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা বিপদের মুখোমুখি আছি।’ ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে, ইসরাইলের এ রকম ‘গোপন পরমাণু নথি’ প্রকাশ করার কয়েক দিন পর গুতেরেস বিবিসিকে একান্ত সাক্ষাতকারে কথাগুলো বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও জানান, নথিগুলো প্রমাণ করে, ওবামা যুগে করা পরমাণু চুক্তিটি ‘মিথ্যার ওপর প্রতিষ্ঠিত’। ইউরোপীয় মিত্রগুলোর মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি এই বিষয়ে একমত যে, ইরানের সঙ্গে করা বর্তমান পরমাণু চুক্তিটিকে আর ধরে না রেখে বরং এটিকে বন্ধ করে দেয়া ভাল। চুক্তির শর্ত ছিল ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করবে, বিনিমিয়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। যৌথ ব্যাপক পরিকল্পনা কার্যক্রম (জেসিপিওএ) নামে পরিচিত চুক্তি অনুযায়ী, ইরান প্রতিশ্রিুতিবদ্ধ যে সে তার পরমাণু অস্ত্র সীমিত করবে। ইরানের নাতানজ ও ফোরদোয় পরমাণু সেন্ট্রিফিউজ মজুদ রাখা রয়েছে এবং চুক্তির পর পরই ইরান টনকে টন উইরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করে। সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান গোপনে পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এমন দলিল-দস্তাবেজ ইসরাইলের কাছে রয়েছে। তেল আবিবে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইংরেজী ভাষায় নেতানিয়াহু জানান, ইসরাইলী গোয়েন্দা সংস্থা তেহরানে একটি গোপন ঘাঁটি থেকে এসব তথ্য সংগ্রহ করেছে। তিনি আরও জানান, ইরানের পরমাণু অস্ত্র বিষয়ে তার কাছে ৫৫ হাজার পাতার একটি বড় ধরনের তথ্যপ্রমাণ রয়েছে এবং ৫৫ হাজার তথ্যাদি ১৮৩টি সিডিতে কপি করে রাখা হয়েছে। ছয় জাতির সঙ্গে ইরানের স্বাক্ষরিত ওই পরমাণু সমঝোতা অক্ষুণœ রাখার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্র যখন এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইসরাইল এ কাজে ওয়াশিংটনকে উস্কানি দেয়ার চেষ্টা করছে তখন এ আহ্বান জানাল বেজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, এ সমঝোতার দীর্ঘমেয়াদী গুরুত্বের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট সব পক্ষ এটি অক্ষুণœ রেখে তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করবে বলে বেজিং আশা করছে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার ইরানের সঙ্গে পাঁচ জাতির পারমাণবিক চুক্তির প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, কেউই ওই অঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি আর বাড়াতে চায় না বরং চুক্তিকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করে। ম্যাক্রোঁ গত সপ্তাহে ট্রাম্পকে চুক্তি থেকে সরে না যাওয়ার জন্য অনুরোধ করেন। ম্যাক্রোঁ বলেন, তিনি জানেন না চুক্তির বিষয়ে ট্রাম্পের কি সিদ্ধান্ত রয়েছে। দু’দিনের অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ১২ মে কি সিদ্ধান্ত জানাবেন তা আমি জানি না। আমি শুধু বলতে চাই যে, সিদ্ধান্ত যাই নেয়া হোক না কেন তা আমাদের বিশদ আলোচনার ও বৃহত্তর চুক্তির প্রস্তুতির তৈরি করতে হবে। কেননা আমি মনে করি যে, কেউই ওই অঞ্চলে যুদ্ধ-উন্মাদনা চায় না এবং কেউই ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী উত্তেজনাকর পরিস্থিতিও চায় না। এর আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিদ্যমান চুক্তিটি যথেষ্ট নয় বলে মত দিলেও এটি বিশদ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে চুক্তিটি করা হয়েছে বলে জানান। তিনি বলেন, চুক্তিটিতে তিনটি অতিরিক্ত কলাম থাকা প্রয়োজন। নেতানিয়াহু মঙ্গলবার দাবি করেন, তার কাছে নতুন প্রমাণ আছে যাতে দেখা গেছে, ইরান তার পারমাণবিক কর্মসূচী যে কোন সময় শুরু করতে পারে। দেশটি অবশ্য সবসময় পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের কথা অস্বীকার করে এসেছে।
×