ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধর্ষিতা পরিবারকে এলাকাছাড়া ॥ ৩ দিন পর মামলা

প্রকাশিত: ০৪:২৬, ৪ মে ২০১৮

ধর্ষিতা পরিবারকে  এলাকাছাড়া ॥ ৩ দিন পর মামলা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ মে ॥ সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামে ধর্ষণের শিকার এক যুবতীকে সালিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে ধর্ষিতার পরিবারকে জোরপূর্বক এলাকাছাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৩ দিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার বিকেলে গোপনে মাদারীপুর সদর থানায় উপস্থিত হয়ে ধর্ষক রাসেল খলিফাকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ঐ ধর্ষিতা। পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে প্রভাবশালীদের ভয়ে আবার অজ্ঞাত স্থানে থাকবে বলে ধর্ষিতা জানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে উত্তর দুধখালী গ্রামের হাজাম পরিবারের এক পান দোকানির মেয়েকে (২২) বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের জৈনদ্দিন খলিফার ছেলে রাসেল খলিফা (২৮)। এ সময় ওই যুবতীর গালে ও মুখম-ল কামড়ে ক্ষত-বিক্ষত করে ধর্ষণকারী। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ওই নির্যাতিতা যুবতী তার মায়ের সঙ্গে থানায় মামলা দায়ের করতে যায়। কিন্তু এলাকার প্রভাবশালী একটি মহল থানায় এসে ওই যুবতী ও তার পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক এলাকায় নিয়ে যায়। পরে দুপুরে তড়িঘড়ি করে স্থানীয় এক প্রভাবশালীর বাড়িতে সালিশ বৈঠক বসে। সেখানে ধর্ষণকারী রাসেল খলিফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রভাবশালী সালিসদাররা জরিমানার টাকা দিয়ে ওই যুবতীকে পরিবারসহ কিছুদিন এলাকা ছেড়ে অন্যত্র থাকার নির্দেশ দেয়া হয়। এই ঘটনার পর থেকে নির্যাতিতা যুবতী ও তার পরিবার অজ্ঞাত স্থানে থাকতে বাধ্য হয়। ৩ দিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার বিকেলে গোপনে মাদারীপুর সদর থানায় উপস্থিত হয়ে ধর্ষক রাসেল খলিফাকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ধর্ষিতা।
×