ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৫, ৪ মে ২০১৮

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারায় পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর হাতে এক স্কুলশিক্ষার্থী খুন হয়েছে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ ডাল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। অন্যদিকে বনানীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভাটারায় পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর হাতে আশরাফুল আলম জিহাদ (১৮) নামে এক স্কুলশিক্ষার্থী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিয়াজ (১৯) ও হাসান (১৮) নামে আরও দুইজন। পুলিশ জানায়, টাকা নিয়ে মারামারির কারণে এ ঘটেছে। এ ঘটনায় নিহতের দুই বন্ধু হৃদয় ও বিপ্লবকে খুঁজছে পুলিশ। একদিন পার হলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজে মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ফাঁড়ির এসআই বাচ্চু জানান। নিহতের পারিবারিক সূত্র জানায়, ভাটারার কালাচাঁদপুর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল জিহাদ। আগামী ৬ মে জিহাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা। তার বাবার নাম আলমগীর হোসেন। গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামে। ভাটারার জোয়ার সাহারা এলাকার ক-৪৭/১ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকত। নিহতের বাবা আলমগীর জানান, অনেকদিন আগে হৃদয়ের কাছে মোবাইলের একটি স্পীকার বিক্রয় করে রিয়াজ। এই টাকা না দেয়ায় জিহাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তিনি জানান, এ ঘটনার জের ধরে বুধবার রাত ৮টার দিকে হৃদয় ও বিপ্লব জিহাদকে বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায়। এসময় জিহাদের সঙ্গে তার আরেক বন্ধু রিয়াজ ও হাসান যায়। পরে তাদের কুড়িল চৌরাস্তা নিয়ে কুপিয়ে আহত করে হৃদয় ও বিপ্লব। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থায় অবনতি হলে জিহাদকে গভীররাতে ঢাকা মেডিক্যালে হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামরুল গাছের ডালে যুবকের লাশ ॥ শাহবাগ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যোনে লালন চত্বরের পাশে জামরুল গাছের ডালে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয়া অজ্ঞাত (৩০) এক যুবক ফাঁস লাগানো অবস্থায় ছিল। পরে ওই যুবককে নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। এসআই শফিকুল ইসলাম জানান, যুবক আত্মহত্যা করেছে। নাকি কেউ তাকে হত্যা করেছে, তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখানে আশপাশে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় পাওয়া যায়নি। ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ॥ বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মোঃ রবিউল্লাহ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলে মারা যান।
×