ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত: ০৮:১৬, ৩ মে ২০১৮

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় গণতন্ত্রী পার্টির দলীয় কার্যালয়ে বুধবার এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন। কটিয়াদি উপজেলার সভাপতি বেনু মাধব ঘোষের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, গণতন্ত্রী পার্টির আগামী জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন মুক্তিযুদ্ধের স্বপ্ন ত্রিশ লাখ শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত দেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের যে সকল রাজনৈতি, সামাজিক, পেশাজীবী, সংগঠন বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ডাঃ শহীদুল্লাহ সিকদার বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। -বিজ্ঞপ্তি।
×