ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমানবন্দরে র‌্যাপিং প্রতারকের জরিমানা ৪০ হাজার টাকা

প্রকাশিত: ০৫:৪৯, ৩ মে ২০১৮

বিমানবন্দরে র‌্যাপিং প্রতারকের জরিমানা ৪০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার ॥ মানিকগঞ্জের জলিল যাচ্ছিলেন সৌদি আরব। এয়ারপোর্টে ঢুকতেই র‌্যাপিং মেশিনের এক অপারেটর ডেকে নিয়ে বললেন, র‌্যাপিং ছাড়া এয়ারলাইন্স ব্যাগ বুকিং নেয় না, বাধ্যতামূলক র‌্যাপিং করতে হবে। জলিলের অনিচ্ছা সত্ত্বেও অপারেটর দুটি ব্যাগ র‌্যাপিং করে ৬০০ টাকা চার্জ চাইলেন। পকেটে আছে মাত্র চারশ টাকা। সেগুলো রেখে দিয়ে বাকি দুশ টাকার জন্য জলিলকে বিকাশ নম্বর ধরিয়ে দিলেন। তারপর ঘটে গেল আরেক কাহিনী। এক মুহূর্তেই এই অপকর্মের জরিমানা নগদ ৪০ হাজার টাকা। মেসার্স ফাহারিয়ার এন্টারপ্রাইজের মনজুরুল হাসানকে এই জরিমানা করায় বিমানবন্দরে তোলপাড়। জানা যায়, জলিলের কাহিনী শুনে ফেলেন সৌদি এয়ারলাইন্সের এক সুহৃদ অফিসার। তিনি আর বিলম্ব না করে নিয়ে যান তাকে বিমানবন্দরের মিয়াভাই নামে পরিচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বনসুরির কাছে। তিনি ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট র‌্যাপিং কোম্পানিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন।
×