ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মহান মে দিবস উপলক্ষে আরণ্যকের ‘রাঢ়াং’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:২৩, ৩ মে ২০১৮

মহান মে দিবস উপলক্ষে আরণ্যকের ‘রাঢ়াং’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ মহান মে দিবস উপলক্ষে নাট্যদল আরণ্যক প্রযোজনা ‘রাঢ়াং’ মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যায়। সাঁওতালদের জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং সংগ্রামের চিত্র নিয়ে ‘রাঢ়াং’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। সাঁওতাল সম্প্রদায়ের দরিদ্র জনসমাজের হালচালে মলিন বেশভূষা। তাদের সবার একটাই উদ্দেশ্য, নিজেকে টিকিয়ে রাখা। থানার দারোগা, হাবিলদার থেকে শুরু করে গ্রামের মাতব্বর, এমনকি অধিকার আদায়ে সচেষ্ট বিদ্রোহী তরুণরাও অস্তিত্ব সঙ্কটে ভোগে। কেউ মারে, কেউ মরে, মায়ের আর্তনাদে থিয়েটার হল ভারি হয়, অবশেষে মানবতার জয়-সংক্ষেপে এটাই নাটকের সারসংক্ষেপ। এত জটিল ও জীবনঘনিষ্ঠ একটি পটকে মামুনুর রশীদ অনায়াসে নির্মল কমেডির মাধ্যমে উপস্থাপন করেছেন এবং তা কখনও ভাঁড়ামির পর্যায়ে পড়েনি। এমনকি কখনও কখনও প্রহসনের বৈশিষ্ট্যসিক্ত হয়ে ঘূণে ধরা আচারকে খোঁচা মারে সজোরে ভিত্তি নড়বড়ে হয়, পড়ে না, অবশেষে যবনিকাপতন অবশ্যম্ভাবী। নাটকের প্রতিটি বিভাগ-অর্থাৎ লাইভ মিউজিক, মেকআপ-কস্টিউম, কোরিওগ্রাফি-সব কিছুই জীবনের খুব কাছে চলে আসে। বিশেষত ইমোশনের সহজাত্যে কমেডি রস দর্শককে আরও প্রাণের কাছাকাছি এনে দেয়। আর তার সঙ্গে যুক্ত হয় মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, তমালিকা কর্মকার, জয়রাজ, আপেলের মতো অভিনেতাদের অনবদ্য আবেদনমাখা অভিনয়। এসব মিলিয়েই বোধ হয় ‘রাঢ়াং’ মানুষের কাছে আগ্রহের বিষয় হয়ে ওঠে বারবার, যার আবেদন এখনও সমান। প্রসঙ্গত, দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে প্রদর্শিত হয়েছে আরণ্যকের আলোচিত প্রযোজনা ‘রাঢ়াং’। ভারতের দিল্লী, কেরালা ও দক্ষিণ কোরিয়ার তিনটি আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটকটির মঞ্চায়ন হয়েছে। এটি মঞ্চে এসেছিল ২০০৮ সালের সেপ্টেম্বরে। মহান মে দিবস উপলক্ষে বরাবরের মতো আরণ্যক আয়োজন করেছে অনুষ্ঠানমালার। মে দিবসের সকালে ছিল আলোচনা, সঙ্গীত ও কবিকণ্ঠে কবিতা পাঠ। এদিন কাগজ নামে একটি সরণিকাও প্রকাশ করে সংগঠনটি। এরপর ছিল আবদুল্লাহেল মাহমুদ রচিত ও শামীমা শওকত নির্দেশিত পথনাটক ‘অরণ্যমঙ্গল’। কথামালা আর শুভেচ্ছা বিনিময়ে খেলা ঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ॥ ঐতিহ্যের ৬৬ বছর পেরিয়ে বুধবার ৬৭ বছরে পা রাখল মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা সংগঠন লেখঘর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দুপুরে দৈনিক সংবাদ কার্যালয়ে কেক কাটা, ফুল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি ম-লীর সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ ও হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকম-লীর সদস্য অশোকেশ রায়, কেন্দ্রীয় সদস্য অনিকেত আচার্য, ফখরুল ইসলাম, আনিসুল ইসলাম অপু ও কোহিনুর বেগম শিল্পী, জাতীয় পরিষদ সদস্য ফেরদৌসি লাকি প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে পুনর্মিলনী ও স্মৃতিচারণ। বিকেল ৫টা থেকে সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
×