ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৮ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৫:২০, ৩ মে ২০১৮

 রাজধানীতে ৮ জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে আট জঙ্গী গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে জঙ্গীবাদের নানা আলামত। গত ৩০ এপ্রিল পুলিশ ও র‌্যাবের অভিযানে আট জঙ্গী গ্রেফতার হয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ডিবির দক্ষিণ বিভাগ আদাবর ও ভাসানটেক এলাকায় অভিযান চালিয়ে সাত জঙ্গীকে গ্রেফতার করে। প্রথমে আদাবর থেকে সৈয়দ সাদমান চৌধুরী (২৬) নামে এক জঙ্গী গ্রেফতার হয়। তার দেয়া তথ্য মোতাবেক পরে ভাসানটেকের একটি মাদ্রাসা থেকে মতিউর রহমান ওরফে আবু সুমাইয়া (৪৩), আশিকুর রহমান (৩২), আজিমুল হক ওরফে জিয়ন (৩১), মোঃ সাব্বির আহমেদ (৩৪), আবদুর রহিম শিকদার (৪২) ও মোঃ কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখ্যা সংবলিত বিভিন্ন ধরনের বই ছাড়াও অপব্যাখ্যা প্রচারে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার হয়। বইগুলোতে ইসলাম ধর্মের বিভিন্ন মাযহাব সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য রয়েছে। গত ৩০ এপ্রিল র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, জঙ্গী প্রশিক্ষণের গাইড বইসহ র‌্যাব- পুলিশের তালিকাভুক্ত পলাতক জঙ্গী এবং জঙ্গী মামলার আসামি ক্বারী মাহমুদ ওরফে মাহমুদ হাসানকে (২৬) গ্রেফতার করে। তার পিতার নাম আলহাজ মাওলানা সাইদুর রহমান। বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ গ্রামে। র‌্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোঃ কাইয়ুমুজ্জামান খান জানান, ক্বারী মাহমুদ হাসান নারায়ণগঞ্জ দেওভোগ মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে মাদ্রাসা সংলগ্ন মার্কেটে বিকাশ, বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম বিক্রি, কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট সেবা প্রদান ও লাইব্রেরি ব্যবসার আড়ালে জঙ্গীবাদী কার্যক্রম চালিয়ে আসছিল। তিনি নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বর্তমানে আনসার আল ইসলামে পরিচিত জঙ্গী সংগঠনটির প্রশিক্ষণপ্রাপ্ত সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত জঙ্গী সংগঠনের সদস্যদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থা চালু রাখা এবং ভুয়া রেজিস্ট্রেশন যুক্ত সিম সরবরাহ করার কাজটি করত। ভুয়া রেজিস্ট্রেশনের সিম দিয়ে ভিওআইপি ব্যবসার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা জঙ্গী সংগঠনের জন্য ব্যয় করত। গ্রেফতারকৃত মাহমুদ রেলওয়ে থানার একটি সন্ত্রাস বিরোধী ও ফতুল্লা থানায় দায়েরকৃত ভিওআইপি মামলার আসামি। তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×