ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাংবাদিকদের জন্য সরকারী পেনশন স্কিম চালুর দাবি

প্রকাশিত: ০৫:০৮, ৩ মে ২০১৮

সাংবাদিকদের জন্য  সরকারী পেনশন  স্কিম চালুর  দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতের পশ্চিমবঙ্গের মত বাংলাদেশের সাংবাদিকদের জন্যও সরকারী পেনশন স্কিম চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে। এতে ৪৫ শতাংশ মহার্ঘভাতা দেয়ার ঘোষণা হলেও এখনও বাস্তবায়ন হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত এ সমাবেশ শেষে একটি শোভাযাত্রাও নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিইউজে সভাপতি নাজিমুদ্দিন শ্যামলের সভাপতিত্বে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরীসহ সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ প্রমুখ। বক্তারা চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য চট্টগ্রামে গঠিত দুটি বিভাগীয় শ্রম আদালতে বিচারক সঙ্কট নিরসনে আইন মন্ত্রণালয় ও সুপ্রীমকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন।
×