ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ১৬ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৫:০৭, ৩ মে ২০১৮

গাইবান্ধায় ১৬ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, ২ মে, গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজারের বিভিন্ন ধরনের পণ্যের ১৬টি দোকান ঘর মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দোকান মালিকরা দাবি করছেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। খবর পেয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ত্রাণ) ঘটনাস্থল পরির্দশন করেছেন। স্থানীয়রা জানান, ধাপেরহাট বাজারের মাসুদ মিয়ার গালামালের দোকানে রাত তিনটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত পার্শ্ববর্তী দোকানসমূহে ছড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রসাশন, গাইবান্ধা ও পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসার আগে ২টি গালামাল, ২টি গো-খাদ্যের, একটি কাপড়ের দোকান ও ১১টি মসলার দোকান পুড়ে যায়। রূপগঞ্জে ফুডস কারখানা নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাশেম ফুডস লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, সোমবার রাত ১টায় প্রতিষ্ঠানটির প্যাকেজিং গোডাউনে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পরে। এ সময় মিলের শ্রমিকরা ছোটাছুটি করে কারখানা থেকে বের হয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় আগুন প্রায় ৫০ থেকে ৭০ ফুট উঁচুতে উঠে যায়। এতে আশপাশের শিল্পপ্রতিষ্ঠানসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঢাকা হেডকোয়ার্টার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট মিলে ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
×