ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংগঠনবিরোধী কার্যকলাপের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:০৬, ৩ মে ২০১৮

সংগঠনবিরোধী কার্যকলাপের  প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ মে ॥ মেয়র জিয়াউল হক জুয়েল কর্তৃক সংগঠন বিরোধী কার্যকলাপ ও চীফ হুইপের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, মেয়র জিয়াউল হক জুয়েল বিএনপি-জামায়াতের লোকজনকে আওয়ামী লীগ বানিয়ে সংগঠন বিরোধী কার্যকলাপ করছেন। তিনি জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজের সংসদ সদস্যের পদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করে পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই হেয়প্রতিপন্ন করেছেন। যদিও হাইকোর্ট তার সেই রিট পিটিশনটি খারিজ করে দিয়েছেন। ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় থেকেই তিনি দল বিরোধী কার্যকলাপ করে যাচ্ছেন। এরপরেও কিছু কেন্দ্রীয় নেতারা তাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। সম্প্রতি উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেও তাকে শ্রমিক লীগ সদস্য পরিচয় দিয়ে লাশের রাজনীতি করছেন মেয়র। রফিকুলের ভাইকে দিয়ে থানায় ৪৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় ৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক অভিযোগ করেন, পৌরসভাকে এ গ্রেডে উন্নীত করা হয়েছে। সে হিসেবেই উন্নয়নের বরাদ্দ দেয়া হলেও পৌরসভায় সি গ্রেডের কাজ করা হচ্ছে। বেশিরভাগ কাজই বিএনপির লোকজন করছেন। মেয়র জিয়াউল হক জুয়েল তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সংগঠন বিরোধী কোন কর্মকান্ড করছি না বরং দলের মধ্যে ভাঙ্গন ঠেকাতে কাজ করে যাচ্ছি।
×