ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ মঙ্গল ও বুধবারে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ঝিনাইদহে ৫, ভালুকায় ৩, সিলেট ৩, গাইবান্ধা, টাঙ্গাইল, সীতাকু- ও কেশবপুরে একজন করে। খবর নিজস্ব সংবাদদাতাদের পাঠানো-

সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রকাশিত: ০৫:০৩, ৩ মে ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ঝিনাইদহ ঝড়-বৃষ্টির মধ্যে ট্রাকচাপায় এক নারীসহ ইজিবাইকের ৫ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের লাউদিয়া কলেজ গেইটের পার্শ্বে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, লাউদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মাহবুবুর রহমান (৪০), একই গ্রামের আলামীন হোসেনের স্ত্রী হাজেরা খাতুন (২৩), যশোর বামুনদিয়ার ইমাম হোসেনের ছেলে আসলাম হোসেন (৩২), পাপিয়া (৩৫) ও ট্রাক হেলপার (৪০)। কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের লাউদিয়া কলেজ গেটের পার্শে¦ যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। সেসময় ঘটনাস্থলেই ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়। আহত আয়েশা খাতুন, ইলমা খাতুন, আল মামুন ও সোহেল আহমেদসহ ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশু ইলমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। ভালুকা বাস-ট্রাকের সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হবিরবাড়ি ড্রাইভারপাড়া এলাকায়। জানা যায়, ঘটনার সময় বিদ্যুতের পিলার বোঝাই একটি ট্রাকের পেছনের চাকা ফেটে যাওয়ার সময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ট্রাকটির পেছনে ধাক্কা লাগে। এসময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে বাসযাত্রী ময়মনসিংহ সদরের নামাকাতলাসেন গ্রামের তোজাম্মেল হকের ছেলে তোফায়েল আহমেদ, ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে ফারুক ও অজ্ঞাত নারী নিহত হন। এ সময় ছয় যাত্রী গুরুতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় বাদশা মিয়া (৬৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ওই ইউনিয়নের রাইগ্রামের মৃত আকবর আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত নয়টায় বাদশা মিয়া জুনদহ এলাকায় এসে রংপুর-বগুড়া মহাসড়ক অতিক্রমকালে রংপুরগামী একটি অজ্ঞাত পরিচয় যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে বাদশা মিয়া মারা যায়। সীতাকুন্ড সীতাকুন্ড (চট্টগ্রাম) সীতাকুন্ডে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার সময় সেইফ লাইন উল্টে মোঃ রবিউল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভাটিয়ারী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার রাজাখালী এলাকার মোঃ ছালে আহাম্মদের পুত্র। জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বার আউলিয়া মাজার জিয়ারতের উদ্দেশে আসে বাকলিয়া রাজাখালী এলাকার যুবক রবিউল ইসলাম। বার আউলিয়া মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার জন্য সীতাকু--চট্টগ্রাম অলঙ্কার যাত্রীবাহী সেইফ লাইনে ওঠেন। সেইফ লাইন পরিবহন উপজেলার ভাটিয়ারী এলাকায় গেলে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিস তাদের আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মুত্যুবরণ করেন। সিলেট সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। কানাইঘাটে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালক হেলাল উদ্দিন (৪২) নিহত হয়েছে। নিহত হেলাল উদ্দিন উপজেলার চতুল হারাতৈল উপরবড়াই গ্রামের বাসিন্দা সাবেক ইউ/ পি সদস্য মরহুম আবদুল জলিল মেম্বারের ছেলে। বুধবার সকাল ৬টায় সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজারে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট সদর উপজেলার দাসপাড়ায় ট্রাক চাপায় টমটমের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মৌলভীবাজারের রাজনগরের মুজিব আহমদ ও কিশোরগঞ্জের জাকির আহমদ। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। টাঙ্গাইলে হেলপার টাঙ্গাইল ॥ সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাটখাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (২৩) বগুড়ার সাইফুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের বাসাইল উপজেলার পাটখাগুড়ি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ঢাকাগামী অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে উত্তরবঙ্গগামী ট্রাকের হেলপার আব্দুল মান্নান গাড়ি থেকে বের হয়ে চাকা দেখছিলেন। এ সময় দাঁড়ানো উত্তরবঙ্গগামী ট্রাকটিকে অপর আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আব্দুল মান্নান নিহত হয় এবং একজন আহত হন। কেশবপুর ডাক্তার দেখিয়ে ফেরার পথে সীমা খাতুন (১৫) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোট পাথরা গ্রামের মশিয়ার রহমানের কন্যা। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে সীমা খাতুনকে কেশবপুর শহরে ডাক্তার দেখিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা সড়কের বুজতলা নামক স্থানে সড়কের পাশের বিচলীর গাদায় পা বেঁধে সীমা খাতুন পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে কেশবপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সীমা খাতুন চুকনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
×