ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপ্লবী রবি নিয়োগীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৫:০১, ৩ মে ২০১৮

বিপ্লবী রবি নিয়োগীর  ১০৮তম জন্মবার্ষিকী  পালিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২ মে ॥ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী রবি নিয়োগীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ আয়োজনে শহরের নিউমার্কেটের কার্যালয়ে প্রবীণ সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিপ্লবী রবি নিয়োগীর রাজনৈতিক জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন ড. সুধাময় দাস, জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম ’৭১ সভাপতি আমজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিউর রহমান মিতুল, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী ও সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড প্রদীপ চক্রবর্তী। বক্তারা বলেন, ধনাঢ্য পরিবারে জন্ম নেয়া বিপ্লবী রবি নিয়োগী ইচ্ছে করলে আরাম আয়েসে দিনযাপন করতে পারতেন। কিন্তু তিনি শ্রেণীচ্যুত হয়ে সাধারণ মানুষকে ভালবেসে সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তার মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি আন্দামান নির্বাসন দন্ডও খেটেছেন।
×