ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ভার্সিটিতে গ্র্যাজুয়েশন ডে

প্রকাশিত: ০৪:৫৮, ৩ মে ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান কৃষি ভার্সিটিতে গ্র্যাজুয়েশন ডে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উইন্টার ২০১৭ টার্মের ব্যাচেলর অব সায়েন্স (কৃষি) প্রোগ্রাম সম্পন্নকারী দশম ব্যাচের, ব্যাচেলর অব সায়েন্স (ফিশারিজ) প্রোগ্রাম সম্পন্নকারী ষষ্ঠ ব্যাচের, ব্যাচেলর অব সায়েন্স (কৃষি অর্থনীতি) প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের তৃতীয় ব্যাচের গ্র্যাজুয়েটদের গ্র্যাজুয়েশন ডে ৩০ এপ্রিল সকাল ১০টায় সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিগ্রী অর্জনকারী ছাত্রছাত্রীদের ফল ঘোষণা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারকসহ সাময়িক সনদপত্র প্রদান করেন। এর আগে কৃষি অনুষদের ডিন, প্রফেসর ড. এম ময়নুল হক এবং ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি মেডিসিন এ্যান্ড এ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু সাদেক মোঃ সেলিম এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান ভাইস-চ্যান্সেলর সমীপে নিজ নিজ অনুষদের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন এবং বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছৈয়দ জহুরুল আমিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এ গ্র্যাজুয়েশন ডে এর মাধ্যমে ১৩৩ ছাত্রছাত্রীকে বিএস (কৃষি) ডিগ্রী, ৪৫ ছাত্রছাত্রীকে বিএস (ফিসারিজ) ডিগ্রী, ৪৪ ছাত্রছাত্রীকে বিএস (কৃষি অর্থনীতি) ডিগ্রী এবং ১৭ ছাত্রছাত্রীকে ডিভিএম ডিগ্রী প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি।
×