ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে নিতুর চিকিৎসায় সহযোগিতা

প্রকাশিত: ০৪:৫৮, ৩ মে ২০১৮

হবিগঞ্জে নিতুর চিকিৎসায় সহযোগিতা

নিজস্ব সংবাদদতা, হবিগঞ্জ, ২ মে ॥ বিরল রোগ ‘প্রজেরিয়া’য় আক্রান্ত হবিগঞ্জের আলোচিত নিতু এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। ফলে প্রতিদিনই কেউ না কেউ তাকে এক নজর দেখতে বা আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পৈলের সেই বাড়িতে ভিড় জমাচ্ছেন। সংসদ সদস্য মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। মঙ্গলবার দুপুরে নিতুর বাড়িতে যান। এ সময় তারা নিতু ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং সর্বশেষ নিতুর শারীরিক অবস্থার খোঁজখবর জানতে চান। সেই সঙ্গে সুচিকিৎসার জন্য এমপি জাহির নিতুর হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিতু যেন ভাল পরিবেশে হাসি-আনন্দে সময় কাটিয়ে যেতে পারে, এজন্য জমি পেলে তাকে একটি গৃহও নির্মাণ করে দেয়ার প্রক্রিয়া শুরু করবেন। একই সময় জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ দেওয়ান মিয়া ও সমাজসেবা অফিসার হাবিবুর রহমান নিতুর হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এডিসি (জেনারেল) ফজলুল জাহিদ পাভেল, এডিশনাল এসপি মোঃ আসম সামছুর রহমান ভূইয়া, আয়ামী লীগ নেতা ও প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।
×