ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিনে নবজাতক

প্রকাশিত: ০৪:৫৭, ৩ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায়  ডাস্টবিনে নবজাতক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর হাসপাতালের ডাস্টবিনে শবে বরাতের রাতে কে বা কারা নবজাতককে ছুড়ে ফেলে যায়। সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক বাবুল নবজাতকের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ান। কাথায় মোড়ানো নাভী ছেঁড়া শিশুটি বাবুল তাকে উদ্ধার করে সদর হাসপতালের জরুরী বিভাগে নিয়ে যায়। চিকিৎসক তাকে হাসপতালে ভর্তি রাখে। রাতে সে তার বোনকে ফোন করে বাড়ি থেকে এনে শিশুটির দায়িত্ব দেয় দেখাশোনা করার। বর্তমানে সে আশঙ্কা মুক্ত। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উৎসুখ জনতা শিশুটিকে দেখতে সদর হাসপাতালে ভিড় জমায়। দত্তক নেয়ার জন্য বেশকিছু পরিবার এগিয়ে এসেছে। উদ্ধারকারী এ্যাম্বুলেন্স চালক বাবুল মিয়া জানান, তার বোন শিশুটির আপাতত দায়িত্ব নিয়েছে। শিশুটির জন্য সে সব কিছুই করবে। শিশুটিকে দত্তক নিতে আগ্রহী ইয়াসমিন বেগম বলেন, সবাই চাইলে তাকে লালনপালনের দায়িত্ব নেব। ডাক্তার শওকত হোসেন বলেন, শিশুটি সুস্থ হলে সরকারী নিয়ম মতে, তাকে হস্তান্তর করা হবে।
×