ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ ॥ আহত সাত

প্রকাশিত: ০৪:৫৬, ৩ মে ২০১৮

কুমিল্লায় পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ ॥  আহত সাত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ মে ॥ পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ডিবির ওসি নাসির উদ্দিন মৃধাসহ ৫ পুলিশ ও ২ ডাকাত সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলার গোমতী নদীর নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দাউদকান্দিতে গোমতী নদী কেন্দ্রিক জলদস্যুদের একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। ডাকাতরা নৌপথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ, লঞ্চ ছাড়াও বালু ও মাটি পরিবহন করা বড় নৌকা ও ট্রলারের চালকসহ যাত্রীদের নিকট থেকে চাঁদাবাজি, হামলা, মালামাল লুটসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। মঙ্গলবার গোমতী নদীর দাউদকান্দি উপজেলার নন্দনপুর এলাকায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ডিবি ও থানা পুলিশের ৪টি টিম ডাকাতদের ঘিরে ফেলে।
×